প্রতীকী ছবি (File Image)

ফরিদাবাদে (Faridabad) ৩ বছরের পুত্রসন্তানকে নৃশংসভাবে খুন করল তাঁর সৎবাবা। ঘটনাটি ঘটেছে বল্লবগড় এলাকায়। গত ১৯ অক্টোবর থেকে নিখোঁজ ছিল বাচ্চাটি। পরিবারের পক্ষ থেকে নিখোঁজ শিশুর সন্ধান পেতে থানায় অপহরণের অভিযোগ দায়ের করে। পুলিশই তল্লাশি অভিযানে সেক্টর ৫৮ এলাকায় একটি ঝোপের ভেতর থেকে শিশুর দেহ উদ্ধার করে। ঘটনায় অভিযুক্ত ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। জেরায় অভিযুক্ত খুনের কথা স্বীকার করেছে। তাঁকে শনিবার আদালতে পেশ করা হলে বিচারপতি একদিনের পুলিশি হেফাজতে রাখার নির্দেশ দেয়।

শিশুটিকে মারধর করে অভিযুক্ত

জানা যাচ্ছে, অভিযুক্ত প্রশান্তের (২৮) সঙ্গে বছরখানেক আগে বিয়ে হয়েছিল বাচ্চাটির মায়ের। তরুণীর এটা দ্বিতীয় বিয়ে, তবে বিয়ের আগে থেকেই বাচ্চাকে নিজের কাছে রাখবে এই শর্ত দিয়েছিল সে। কিন্তু কয়েকমাস হল এই বাচ্চাকে নিয়ে সমস্যা শুরু হয়। প্রশান্ত বাচ্চাটিকে মেয়েটির বাপের বাড়িতে দিয়ে আসতে চাইছিল। কিন্তু তরুণী তাঁর কাছেই রাখতে চাইছিল। এই নিয়ে মাঝেমধ্যে অশান্তি হচ্ছিল। এরপর গত ১৯ অক্টোবর তরুণী যখন কোনও একটি কাজে বাইরে বেরোয়, সেই সুযোগে যুবক বাচ্চাটিকে মারধর করে। এমনকী পেটে একটা ঘুষিও মারে। তাতেই অসুস্থ হয়ে পড়ে সে। মুখ থেকে রক্ত ও বমি বেরোতে থাকে।

গ্রেফতার অভিযুক্ত

বাচ্চাটির চিৎকার শুনে প্রতিবেশিরা ঘরে এসে দেখে শিশুটিকে বাইকে করে নিয়ে যাচ্ছে সে। কয়েকজন তাঁকে জিজ্ঞাসা করলে সে জানায় শিশুটি পড়ে গিয়ে চোট পেয়েছে তাই তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে। এরপর থেকেই নিখোঁজ ছিল শিশু ও যুবক। ১৯ অক্টোবর রাতেই অপহরণের অভিযোগ দায়ের করা হয় বল্লভগড় থানায়। গতকাল গভীর রাতে গ্রেফতার হয় অভিযুক্ত। তাঁকে জেরা করে শিশুর মৃতদেহের সন্ধান পায় পুলিশ। বাচ্চাটির দেহ ইতিমধ্যেই ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ।