নয়াদিল্লিঃ আত্মীয়দের শেষকৃত্য (Immersion)সেরে ফেরার পথে দুর্ঘটনা(Road Accident) । পথেই সব শেষ। আর বাড়ি ফেরা হল না দুই পরিবারের। দুর্ঘটনায় মৃত্যু সাতজনের। আহত আরও অনেকে। জানা গিয়েছে, সোমবার সকালে ঘটনাটি ঘটেছে জয়পুরে। হরিদ্বার থেকে এক আত্মীয়ের শেষকৃত্য সম্পন্ন করে ফিরছিলেন তাঁরা। পথে এই দুর্ঘটনা ঘটে। শিবদাসপুরা থানার অন্তর্গত এলাকায় আচমকা নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে ধাক্কা মারে গাড়িটি।এরপর রিং রোডে ১৬ ফুট গভীর খাদে পড়ে যায় গাড়িটি। খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। গাড়িটিকে উদ্ধার করে দেখা যায় গাড়ির মধ্যে সাতজন যাত্রীই মৃত। এরপর মৃতদেহগুলি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। মৃতদের মধ্যে দু'জন নাবালক। তবে ঠিক কখন ঘটনাটি ঘটেছে তা এখনও পর্যন্ত জানা যায়নি। জানা গিয়েছে, মৃতদের বাড়ি জয়পুরে। পুলিশ সূত্রে খবর, দুই পরিবার মিলিয়ে মোট সাতজন উপস্থিত ছিলেন ওই গাড়িতে। তার মধ্যে সকলেরই মৃত্যু হয়েছে। এমনকী মৃত্যু হয়েছে গাড়ির চালকেরও।
আত্মীয়ের শেষকৃত্য সেরে আর বাড়ি ফেরা হল না, পথ দুর্ঘটনায় মৃত্যু ৭ জনের
#BHILWARA हादसे के बाद हादसा, शोक में पूरा गांव
हरिद्वार से अस्थि विसर्जन कर लौट रहे परिवार का जयपुर में एक्सीडेंट, 7 की मौ*त… फिर अंतिम संस्कार के बाद ग्रामीणों में से नदी में 7 डूबे, 2 की मौ*त@DmBhilwara #accident @jaipur_police @PoliceRajasthan pic.twitter.com/SJgxN9Pbgo
— Update India (@UpdateIndia_TV) September 15, 2025