ঘুষের বিনিময়ে প্রশ্ন কাণ্ডে সাংসদ হিসেব বহিষ্কৃত হয়েছেন তৃণমূল নেত্রী মহুয়া মৈত্র (Expelled TMC MP Mahua Moitra)। সংসদ সদস্য হওয়ার সৌজন্যে পাওয়া দিল্লিতে সরকারী বাংলো তাই খালি করতেই হত কৃষ্ণনগরের প্রাক্তন সাংসদ মহুয়া-কে। কিন্তু বাংলো খালি নিয়ে প্রশাসন ও মহুয়ার মধ্যে দড়ি টানাটানি চলছিল। অবশেষে শুক্রবার সকালে মহুয়ার দিল্লির বাংলোয় পৌঁছয় কেন্দ্রীয় দল। উচ্ছেদের নোটিশের পাওয়ার পরই মহুয়া মৈত্র বাংলো খালি করেন। সরকারী বাংলো থেকে মহুয়াকে উচ্ছেদের প্রক্রিয়া শুরু হয়েছে। দিল্লির ৯ বি,টেলিগ্রামের বাড়িতে তালা পড়ল।
গত ৮ ডিসেম্বর মহুয়া মৈত্রকে লোকসভা থেকে শাস্তি হিসেবে বহিষ্কার করেন স্পিকার ওম বিড়লা। এরপরই তাঁকে জানানো হয় নিয়ম মেনে সরকারী বাংলো খালি করতে হবে ৭ জানুয়ারির মধ্যে। কিন্তু মহুয়া সেটা করতে রাজি হননি। এই ইস্য়ুতে দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন তিনি। এর মাঝে তাঁকে দু বার সরকারী বাংলো খালি করার নোটিশ পাঠানো হয়েছিল।
দেখুন ভিডিয়ো
#WATCH | Expelled TMC MP Mahua Moitra vacates her Government allotted accommodation in New Delhi pic.twitter.com/bXMM2yD9xy
— ANI (@ANI) January 19, 2024
অর্থের বদলে প্রশ্ন করার অভিযোগে শীতকালীন অধিবেশন থেকে বহিষ্কার করা হয়েছে তৃণমূল কংগ্রেসের কৃষ্ণনগরের সাংসদ মহুয়া মৈত্রকে। এই নির্দেশে বিরুদ্ধে দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হন মহুয়া মৈত্র। দিল্লি হাইকোর্টে ( Delhi High Court) বিচারপতি গিরিশ কাথপালিয়ার (Justice Girish Kathpaliya) বেঞ্চে এই মামলার শুনানি হয়।