Jagdeep Dhankhar. (Photo Credits: ANI)

Jagdeep Dhankhar: একেবারে আচমকাই পদত্যাগ করেছিলেন। তেমনই আচমকাই কেমন যেন হারিয়েই গিয়েছেন। দেশের প্রাক্তন উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়ের ইস্তফা জল্পনার মাঝে যোগ হল নীরবে সরকারী বাসভবন ছাড়া। একেবারে নীরবেই দিল্লির পাট গুটিয়ে নিলেন ধনখড়। সংবাদসংস্থা সূত্রে খবর, দেশের উপরাষ্ট্রপতির জন্য বরাদ্দ সরকারি বাসভবন ছেড়ে দিলেন ৭৪ বছরের ধনখড়। প্রসঙ্গত, উপরাষ্ট্রপতির জন্য বরাদ্দ সরকারি বাসভবনটি নয়া দিল্লির ৬, মওলানা আজাদ রোড (6, Maulana Azad Road, New Delhi)-এ অবস্থিত।দিন কয়েক আগেও যিনি ছিলেন দিল্লির ক্ষমতার বড় আঙিনায়, দেশের তাবড় তাবড় নেতা-মন্ত্রীদের সঙ্গে বৈঠক করেই যারা দিন রাত কাটত, তিনিই কাউকে কিছু না বলেই কেমন যেন সরে গেলেন।

গত ২১ জুলাই বাদল অধিবেশনের প্রথম দিনে উপরাষ্ট্রপতি পদ থেকে ইস্তফা দেন ধনখড়

অনেকেই বলছেন, কোনও কারণে ধনখড়ের খুব অভিমান হয়েছে, আর তাই পদত্যাগ আর তারপর গোপনে নিজেকে সরিয়ে নেওয়া। প্রসঙ্গত, সংসদের বাদল অধিবেশনের প্রথম দিনে ২১ জুলাই সন্ধ্যায় আচমকাই নিজের স্বাস্থ্যের কথা বলে দেশের উপরাষ্ট্রপতির পদ ছেড়েছিলেন ধনখড়। উপরাষ্ট্রপতির মেয়াদ শেষ হওয়া বছর দুয়েক আগেই সরে দাঁড়ান তিনি।

ধনখড় এখন কোথায়

সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন পোস্টে দাবি করা হচ্ছে, দিল্লির পাট গুটিয়ে ধনখড় এখন রাজস্থানে ঝুনঝুনু জেলার কিথানা গ্রামে থাকছেন। যদিও এই খবর যে সঠিক তা নিশ্চিত করে বলা যাচ্ছে না। কোনো সংবাদমাধ্যমে এখনও তার কোনও সাক্ষাতকার প্রকাশিত হয়নি।

দেখুন খবরটি

প্রাক্তন বিধায়ক হিসাবে পেনশনের আবেদন জানিয়েছেন ধনখড়

কদিন আগেই ধনখড় রাজস্থানের বিধায়ক হিসাবে পেনশনের জন্য আবেদন করেছেন। দেশের উপরাষ্ট্রপতি, পশ্চিমবঙ্গের রাজ্যপাল হওয়ার পরেও কেমন কংগ্রেসের টিকিটে এক সময় কিশানগড় থেকে জেতা ধনখড় কেন একজন প্রাক্তন বিধায়কের তকমা নিয়েই বেঁচে থাকতে চাইছেন তা নিয়ে প্রশ্ন উঠছে। স্বাস্থ্যের কারণে পদত্যাগ-শুধু নিয়মমাফিক একটা চিঠি ছাড়া ধনখড় কেন প্রকাশ্যে তাঁর উপরাষ্ট্রপতি পদ থেকে ইশ্তফা নিয়ে কিছু বলছেন না তা নিয়েও চর্চা চলছে।

৯ সেপ্টেম্বর উপরাষ্ট্রপতি নির্বাচন

এদিকে, আগামী ৯ সেপ্টেম্বর দেশের উপরাষ্ট্রপতি নির্বাচন হতে চলেছে। পরবর্তী উপরাষ্ট্রপতি নির্বাচনে মুখোমুখি এনডিএ প্রার্থী সিপি রাধাকৃষ্ণাণ ও ইন্ডিয়া জোটের প্রার্থী সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি সুদর্শন রেড্ডি। ফল ঘোষণা সেদিনেই। বড় অঘটন না ঘটলে এনডিএ প্রার্থী সিপি রাধাকৃষ্ণাণ-ই দেশের পরবর্তী উপরাষ্ট্রপতি হতে চলেছেন। সংখ্যার ভোট রাজনীতি তেমন ইঙ্গিতই দিচ্ছে।