বিশ্বজুড়ে মাইক্রোসফট উইন্ডোজে যান্ত্রিক গোলযোগ (Microsoft Outage)। মাথায় হাত কোটি কোটি ইউজারের। শুক্রবার সকালে কম্পিউটার, ল্যাপটপ খুলতেই ভেসে ওঠে নীল রঙের একটি স্ক্রিন। কম্পিউটারের পরিভাষায় একে বলে, 'ব্লু স্ক্রিন অফ ডেথ' (Blue Screen Of Death)। মাইক্রোসফট বিভ্রাটের জেরে ব্যহত ব্যাঙ্ক, বিমানবন্দরের পরিষেবা। কার্যত বন্ধ হয়ে গিয়েছে গোটা বিশ্বের তথ্যপ্রযুক্তি বিভাগের নিত্যনৈমিত্তিক কাজ। মাইক্রোসফট উইন্ডোজে যান্ত্রিক ত্রুটির (Microsoft Outage) সম্মুখীন হয়ে ইউজাররা এক্স হ্যান্ডেলের দারস্ত হয়েছে। কাজ বন্ধ হওয়ায় একদল ক্ষোভ উগড়ে দিচ্ছে তো অন্য দিল মাইক্রোসফটের দুর্গতি দেখে হাসিঠাট্টা করছে। সেই দলে খোদ এক্স মালিক ইলন মাক্স (Elon Musk)।
আরও পড়ুনঃ বিশ্ব জুড়ে মাইক্রোসফট বিভ্রাটের জেরে বিমানবন্দর পরিষেবা ব্যহত, বিপাকে যাত্রীরা
এক্স হ্যান্ডেল মাইক্রোসফটের নীল ক্রিনের ছবিতে ভরে গিয়েছে। এক এক্স ইউজার মজা করে লিখেছেন, 'বাকি সবকিছু বন্ধ, এই অ্যাপটি (এক্স) এখনও কাজ করছে'। ওই ইউজারের পোস্ট দেখে নিজের হাসি চেপে রাখতে পারলেন না মাস্ক। ইউজারের ওই পোস্টটি নিজের এক্স হ্যান্ডেল থেকে হাসির ইমোজি দিয়ে শেয়ার করেছেন এক্স কর্নধর (Elon Musk)।
— Elon Musk (@elonmusk) July 19, 2024
আচমকা মাইক্রোসফট অকেজো (Microsoft Outage) হয়ে পড়ায় বিপাকে পড়েছে কোটি কোটি ইউজার। বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে অভিযোগের বন্যা বইতে শুরু করেছে। সোশ্যাল মিডিয়ায় জুড়ে হইচই পড়ে গিয়েছে। মাইক্রোসফট ৩৬৫ স্ট্যাটাস-এর (Microsoft 365 Status) তরফে বিবৃতি জারি করে জানানো হয়েছে, দ্রুত সমস্যা সমাধানের কাজ চলছে।