Microsoft Windows Crash: বিশ্বজুড়ে মাইক্রোসফট উইন্ডোজে যান্ত্রিক গোলযোগ। শুক্রবার সকালে কম্পিউটার, ল্যাপটপ খুলতেই স্ত্রিনে ভেসে ওঠে নীল রঙের একটি স্ক্রিন। মাথায় হাত কোটি কোটি ইউজারের। মাইক্রোসফট বিভ্রাটের জেরে ব্যাঙ্ক, বিমানবন্দরের পরিষেবা ব্যহত হচ্ছে।মুম্বই বিমানবন্দরের পর এবার গোয়া বিমানবন্দরে চেক ইন সিস্টেম ডাউন। শুক্রবার সকাল থেকে মাইক্রোসফট উইন্ডোজে যান্ত্রিক ত্রুটির জেরে বিমানবন্দরের চেক ইন সিস্টেম, বুকিং পরিষেবা ব্যহত। ফলে বিমানবন্দরের মধ্যেই আটকে পড়েছে যাত্রীরা। অপেক্ষারত যাত্রীদের চোখেমুখে বিরক্তির ছাপ স্পষ্ট। এদিন সকাল ১০টা ৪৫ নাগাদ থেকে মুম্বই বিমানবন্দরের চেক ইন সিস্টেমও ডাউন চলছে। বিমানবন্দর সূত্রে খবর, চেন ইন সিস্টেম ডাউন থাকার ফলে ইন্ডিগো (IndiGo), আকাসা (Akasa), স্পাইসজেটের (SpiceJet) যাত্রীদের ভোগান্তির মুখে পড়তে হয়েছে।
স্পাইসজেট, ইন্ডিগো প্রমুখ বিমান সংস্থার তরফে বিবৃতি জারি করে যান্ত্রিক গোলযোগের কথা জানানো হয়েছে।
আরও পড়ুনঃ মুম্বই বিমানবন্দরের চেক ইন সিস্টেম ডাউন, বিভ্রাটে যাত্রীরা
দেখুন গোয়া বিমানবন্দরের চিত্র...
VIDEO | Passengers stranded at Goa airport following a technical glitch with the check-in system. Further details are awaited.
(Full video available on PTI Videos - https://t.co/n147TvqRQz) pic.twitter.com/XAYjtLRlpJ
— Press Trust of India (@PTI_News) July 19, 2024
আচমকা মাইক্রোসফট অকেজো হয়ে পড়ায় বিপাকে পড়েছে বহু ইউজার। বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে অভিযোগের বন্যা বইতে শুরু করেছে। সোশ্যাল মিডিয়ায় জুড়ে হইচই হচ্ছে। মাইক্রোসফট ৩৬৫ স্ট্যাটাস-এর তরফে বিবৃতি জারি করে জানানো হয়েছে, দ্রুত সমস্যা সমাধানের কাজ চলছে।