জোড়া খুনের অভিযোগে গ্রেফতার হাতি (ছবিঃX)

নয়াদিল্লিঃ মাহুতের (Mahout) তত্ত্বাবধানেই থাকত সে। রাগের বশে তাঁকেই খুন করে গ্রেফতার এক হাতি (Elephant)। ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের ভোপালে (Bhopal)। গতকাল, বৃহস্পতিবার পুলিশের কাছে ফোন আসে। জানানো হয় একজন খুন হয়েছেন। ঘটনাস্থলে গিয়ে চক্ষু চড়ক গাছ পুলিশের, কারণ অপরাধী কোনও মানুষ নয়, একটি হাতি। অবশেষে অভিযুক্ত হাতিটিকে গ্রেফতার করেছে পুলিশ। আপাতত তার ঠাঁই হয়েছে থানার বাইরে। খবর দেওয়া হয়েছে বন দফতরে। জানা গিয়েছে অভিযুক্ত হাতিটির নাম নানকি। ৫ জন মাহুতের সঙ্গে সারা দেশ ঘুরে বেড়াত সে। তার ৫ মাহুতের মধ্যে একজন ছিলেন নিহত নরেন্দ্র। তার সঙ্গে ভালই সম্পর্ক ছিল নানকির। নরেন্দ্রকে চোখের আড়াল করতে পছন্দ করত না সে। তবে কেন এই ঘটনা ঘটল? জানা গিয়েছে, বুধবার ভানপুর ব্রিজের কাছে নানকিকে বেঁধে রেখে আসেন নরেন্দ্র। সারারাত সেখানে একাই ছিল সে। পরদিন সকালে নরেন্দ্র নানকিকে আনতে গেলে সে আর রাগ সামলাতে না পেরে শুঁড় জড়িয়ে তাঁকে পিষে মারে। তবে অনেকের দাবী, অতিরিক্ত গরমের কারণে হিংস্র হয়ে উঠেছিল নানকি। এটাই প্রথম নয়, এর আগেও এক ব্যাক্তিকে মেরে ফেলার অভিযোগ রয়েছে নানকির বিরুদ্ধে। পুলিশ ইনস্পেক্টর সুরেশ চন্দ্র নগর জানিয়েছেন, হাতিটিকে গ্রেফতার করা হয়েছে। আপাতত থানার বাইরে তাকে বেঁধে রাখা হয়েছে। বন দফতরে খবর দেওয়া হয়েছে। তিনি আরও বলেন, "এখন শান্তই রয়েছে সে। মৃত মাহুতের এক বন্ধু তার দেখভাল করছেন। সারাক্ষণ নজরে রাখা হচ্ছে তাকে, পাছে না ফের কোনও অঘটন ঘটিয়ে ফেলে তাই।"