নতুন দিল্লি, ১৪ অক্টোবর: আজ, শুক্রবার গুজরাট ও হিমাচলপ্রদেশে বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট প্রকাশিত হবে। ডিসেম্বরে এই দুই রাজ্যের বিধানসভার মেয়াদ শেষ হচ্ছে। দিল্লিতে নির্বাচন কমিশনের সদর দফতরে দুপুর ৩টেয় জানানো হবে গুজরাট ও হিমাচল কবে ক দফায় ভোটগ্রহণ হবে। নির্বাচনের বিজ্ঞপ্তিও জারি হতে পারে আজ। দুটি রাজ্যেই ক্ষমতায় আছে বিজেপি। গুজরাটে ২০২৪ লোকসভার আগে এই দুই রাজ্যের নির্বাচন নরেন্দ্র মোদী ও দেশের বিরোধী দল বিশেষ করে কংগ্রেসের সামনে বড় চ্যালেঞ্জ। গুজরাটে ১৮২টি ও হিমাচলপ্রদেশে ৬৮টি বিধানসভা আসনে ভোটগ্রহণ হবে।
গুজরাট, হিমাচলে ক্ষমতা ধরে রাখার ব্যাপারে আশাবাদী বিজেপি। গুজরাটে ২৪ বছর ধরে ক্ষমতায় বিজেপি সরকার। হিমাচলে অবশ্য ২০১৭ পর্যন্ত কংগ্রেস সরকার ছিল। হিমাচলে বিজেপির চ্যালেঞ্জ সরকার ধরে রাখার। এই দুই রাজ্যের বিধানসভা নির্বাচনে ভাল ফল করতে পারলে জাতীয় রাজনীতিতে ফের প্রাসঙ্গিক হয়ে উঠতে পারবে কংগ্রেস। আরও পড়ুন-পাঞ্জাব সীমান্তে বড় সাফল্য BSF-এর, গুলি করে নামল অস্ত্রবোঝাই পাকিস্তানি ড্রোন
দেখুন টুইট
Election Commission of India to hold a press conference later today, in Delhi. The election schedule of Assembly elections to Gujarat and Himachal Pradesh to be announced. pic.twitter.com/Xd2NGdfnmQ
— ANI (@ANI) October 14, 2022
আবার উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড, গোয়ার মত গুজরাট, হিমাচলও ধরে রাখতে পারলে ২০২৪ লোকসভায় জেতাটা পদ্ম শিবিরের কাছে অনেক সহজ হবে। এই দুই রাজ্যের নির্বাচনে লড়তে দেখা যাবে আম আদমি পার্টিকে। দিল্লির পর পঞ্জাবে ক্ষমতায় আসার পর আপ প্রধান অরবিন্দ কেজরিওয়াল এখন স্বপ্ন দেখছেন মোদী রাজ্যে সিংহাসন দখলের। গুজরাটের বিভিন্ন জায়গায় ভোটপ্রচারে চষে বেরিয়েছেন কেজরি। গুজরাটে আপের উত্থানে কংগ্রেস চাপে।