গুরুদাসপুর: পাঞ্জাব সীমান্ত বড় সাফল্য পেলেন বিএসএফের (BSF) জওয়ানরা। গুলি করে নামল সীমান্তের ওপার পাকিস্তান (Pakistani) থেকে আসা একটি অস্ত্রবোঝাই ড্রোনকে (drone)। বিষয়টিকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা ছড়িয়েছে। সীমান্তের এলাকার বিভিন্ন জায়গায় ব্যাপক তল্লাশি চালাচ্ছেন নিরাপত্তাবাহিনীর সদস্যরা। ঘটনাস্থলে গেছেন বিএসএফের ডিআইজি-সহ একাধিক উচ্চপদ্স্থ আধিকারিক।
স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার ভোর সাড়ে চারটে নাগাদ পাঞ্জাবের গুরুদাসপুরের (Gurdaspur) আন্তর্জাতিক সীমান্তের (Pakistan International Border) ওপার থেকে একটি ড্রোনকে আসতে দেখে গুলি চালাতে শুরু করেন বিএসএফের জওয়ানরা। আর তাতেই আসে সাফল্য। গুলিবিদ্ধ হয়ে মাটিতে পড়ে যায় অস্ত্রবোঝাই ড্রোনটি।
Pakistani drone shot down by BSF in Gurdaspur Indo Pakistan International Border in Punjab. Incident reported at around 4.30 AM; drone was carrying consignment from Pakistan to India. DIG BSF on the spot; massive searches launched in the area. pic.twitter.com/YuwD3KBlLN
— Gursimran Singh (@FromGursimran) October 14, 2022