আজমের: কোনও না কোনও ভাবে মানুষকে ঠকিয়ে টাকা লুট করার চেষ্টা চালায় হ্যাকাররা। তাদের উৎপাতে বর্তমানে সময়ে সাইবার ক্রাইমের (Cyber Crime) ঘটনা এমন জায়গায় পৌঁছছে যে বিজ্ঞান আর্শীবাদ না অভিশাপ এই প্রশ্নের মতো অনলাইন পরিষেবা কতটা সুরক্ষিত তা নিয়ে অনেকে চিন্তিত। বিভিন্ন ক্ষেত্রেই সাইবার হামলার আশঙ্কায় অনলাইনে টাকা লেনদেন করতে চায় না বিশাল সংখ্যক মানুষ। তাদের আশঙ্কা সত্যি করে এবার হ্যাকারদের নজর পড়ল সাধারণ মানুষের বিদ্যুতের বিলের (Electricity Bill) দিকে। বকেয়া বিলের কথা বলে এক বৃদ্ধকে (Elderly Man) বিদ্যুতের লাইন কাটার ভয় দেখিয়ে ৪৪ হাজার টাকা লুট করে নিল তারা। ঘটনাটি (Online Electricity Bill Fraud) ঘটেছে রাজস্থানের (Rajasthan) আজমেরে (Ajmer)।
সর্বভারতীয় সংবাদসংস্থা সূত্রে জানা গেছে, আজমেরের প্রগতি নগর কোটরার (Pragati Nagar Kotra) বাসিন্দা ৬৬ বছরের সজ্জন সিংয়ের ফোনে শুক্রবার দুপুরে একটি মোবাইল নম্বর থেকে মেসেজ (message) আসে। তাতে বলা হয়, সজ্জন সিংয়ের বিদ্যুতের বিল এখনও দেওয়া হয়নি। সেই কারণে তাঁর বাড়ির বিদ্যুতের লাইন (electricity connection) কেটে দেওয়া (disconnected) হবে। আরও পড়ুন: Sahibganj Shocker: দিল্লির ঘটনার পুনরাবৃত্তি! ঝাড়খণ্ডে উদ্ধার আদিবাসী যুবতীর ১২ টুকরো দেহ
মেসেজটি দেখার পরেই ওই মোবাইল নম্বরে ফোন করেন ৬৬ বছরের বৃদ্ধ। ফোনের অপরপ্রান্তে থাকা ব্যক্তি সজ্জন সিং জানায়, তাঁর বিদ্যুতের বিল জমা না হওয়ায় দপ্তর থেকে লাইন কেটে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এরপরই ওই ব্যক্তি অনলাইনে (online) বিদ্যুতের বিল মেটানোর পরামর্শ দেয় সজ্জন সিংকে। আর প্রতারকের কথা মতো ফোনে একটি অ্যাপ (app) ডাউনলোড করেন তিনি। একটি ওটিপি (OTP) এলে সেটিও প্রতারককে দিয়ে দেন। পরে বুঝতে পারেন তাঁর অ্যাকাউন্ট থেকে ৪৪ হাজার টাকা কেটে নেওয়া হয়েছে। বিষয়টি বুঝতে পেরে ওই ফোন নম্বরে বারবার ফোন করতে থাকেন সজ্জন। কিন্তু, ওপ্রান্তে আর কেউ ফোন ধরেনি। বাধ্য পুলিশের দ্বারস্থ হন বৃদ্ধ। তাঁর অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে।