কলকাতা, ২ জুন: আগামী কাল ৩ জুন মাধ্যমিকের ফল ঘোষণা (West Bengal Madhyamik Result 2022) করতে চলেছে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ। শুক্রবার বেলা নটায় পর্ষদের ওয়েবসাইটে দশম শ্রেণীর ফল প্রকাশ হবে। ফল ঘোষণার সঙ্গে সঙ্গে বোর্ডের ওয়েবসাইটে wbbse.wb.gov.in তা আপলোড করা হবে। ওয়েবসাইটে দেওয়া লিংকে ক্লিক করলে প্রগতীপত্র বা মার্কশিট ডাউনলোড করতে পারবেন, চলতি বছরের মাধ্যমিক পরীক্ষার্থীরা।
পশ্চিমবঙ্গ মাধ্যমিক ফলাফল ২০২২ জানার স্তরসমূহ
- প্রথমেই বোর্ডের অফিশিয়াল ওয়েবসাইটে ভিজিট করুন wbbse.wb.gov.in
- ফল ঘোষণা হলেই ওয়েবসাইটের হোম পেজে লিংক দেওয়া হবে
- রেজাল্ট লিংকে ক্লিক করুন
- পরীক্ষার্থীর রোল নম্বর ও জন্মদিন সেখানে লিখুন
- সাবমিট করে ফলাফল জেনে নিন
- এরপর ফলাফলের প্রতিলিপ প্রিন্ট করে সঙ্গে রাখুন
চলতি বছরে ৭ মার্চ থেকে ১৬ মার্চ মাধ্যমিক পরীক্ষা হয়েছে। করোনা ভয়াবহতার কারণে ২০২১-এ মাধ্যমিক পরীক্ষার আয়োজন করতে পারেনি পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ। অন্যভাবে সেই বছরের পরঈক্ষার্থীদের চূড়ান্ত মূল্যায়ণ করা হয়েছিল।