প্রতীকী ছবি (Photo Credits: Getty Images)

নতুন দিল্লি, ২২ সেপ্টেম্বর: মঙ্গলবার বিভিন্ন নিয়োগ পরীক্ষার সমসূচি ঘোষণা করবে স্টাফ সিলেকশন কমিশন (Staff Selection Commission)। কমিশনের অফিশিয়াল ওয়েবসাইট ssc.nic.in-এই থাকবে নিয়োগ পরীক্ষার নির্ধারিত সময়সূচি। নিয়োগ পরীক্ষার তালিকায় রয়েছে দিল্লি পুলিশের সাব-ইনস্পেক্টর পদের পরীক্ষা, CAPF পরীক্ষা, জুনিয়র হিন্দি অনুবাদক, জুনিয়র অনুবাদক, সিনিয়র হিন্দু অনুবাদক নিয়োগের পরীক্ষা, সিভিল, ইলেকট্রিকল্যাল, মেকানিক্যাল, কোয়ান্টিটি সার্ভেয়িংয়ের জন্য জুনিয়র ইঞ্জিনিয়র নিয়োগের পরীক্ষা, সি ও ডি বিভাগের স্টেনোগ্রাফার পদের জন্য নিয়োগ পরীক্ষা, কম্বাইন্ড গ্রাজুয়েট স্তরের পরীক্ষা, কম্বাইন্ড উচ্চমাধ্যমিক স্তরের পরীক্ষা, মাল্টি টাস্কিং স্টাফ পরীক্ষা। আরও পড়ুন-Coronavirus Cases In India: ১ দিনে কোভিড সংক্রমণের গতি নামল ৭৫ হাজারে, আশার আলো জাগিয়ে বাড়ছে সুস্থতা

এগুলির মধ্যে আজ সিভিল, ইলেকট্রিকল্যাল, মেকানিক্যাল, কোয়ান্টিটি সার্ভেয়িংয়ের জন্য জুনিয়র ইঞ্জিনিয়র নিয়োগের পরীক্ষা, সি ও ডি বিভাগের স্টেনোগ্রাফার পদের জন্য নিয়োগ পরীক্ষা, কম্বাইন্ড গ্রাজুয়েট স্তরের পরীক্ষা, কম্বাইন্ড উচ্চমাধ্যমিক স্তরের পরীক্ষা, মাল্টি টাস্কিং স্টাফ পরীক্ষার সময়সূচি ঘোষণা করবে স্টাফ সিলেকশন কমিশন। আপাতত চলতি বছরর অক্টোবর নভেম্বরে দিল্লি পুলিশের সাব-ইনস্পেক্টর পদের পরীক্ষা, CAPF পরীক্ষা, জুনিয়র হিন্দি অনুবাদক, জুনিয়র অনুবাদক, সিনিয়র হিন্দু অনুবাদক নিয়োগের পরীক্ষা স্থগিত রাখছে স্টাফ সিলেকশন কমিশন।