ভারতে করোনাভাইরাস (Photo Credits: PTI)

নতুন দিল্লি, ২২ সেপ্টেম্বর: আশার আলো জাগিয়ে দেশে নতুন করোনা আক্রান্তের সংখ্যা কমল। একদিনে সংক্রামিত ৭৫ হাজার ৮৩ জন। স্বাস্থ্য মন্ত্রকের তথ্য অনুযায়ী ভারতে মোট করোনা আক্রান্ত ৫৫ লাখ ৬২ হাজার ৬৬৪ জন। গতকাল সারাদিনে মারণ রোগের বলি ১ হাজার ৫৩ জন। এই মুহূর্তে দেশে অ্যাকটিভ কেস ৯ লাখ ৭৫ হাজার ৮৬১। ইতিমধ্যেই করোনাকে হারিয়ে জয়ী হয়েছেন ৪৪ লাখ ৯৭ হাজার ৮৬৮ জন। দেশে এখনও পর্যন্ত কোভিডের মৃত্যু মিছিলে শামিল ৮৮ হাজার ৯৩৫ জন।

দেশে করোনা আক্রান্তের সংখ্যা ছাড়ালো ৫৫ লাখ

গত তিনদিন ধরে একদিনে করোনাজয়ীর সংখ্যা আশাজনকভাবে বেড়েছে। এই তিনদিনের প্রত্যেকদিনই ৯০ হাজারেরও বেশি করোনা রোগী সুস্থ হয়ে হাসপাতাল কোয়ারেন্টাইন সেন্টার থেকে বাড়িতে ফিরেছেন। স্বাস্থ্য মন্ত্রক জানিয়েছে, করোনাকে হারিয়ে ভারতে প্রতিদিন এত সুস্থতার হার বিশ্বের মধ্যে আমাদের দেশকে এক নম্বরে নিয়ে গিয়েছে। ভারতে করোনাকে হারিয়ে সুস্থতার হার ৮০ শতাংসের উপরে পৌঁছেছে। মহামারী করোনার কোপে ধারাবাহিকভাবে বিপর্যয়ে বন্দি রাজ্য মহারাষ্ট্র। সেখানে করোনা আক্রান্তের সংখ্যা ১২ লাখ ছাড়িয়েছে দিনদুয়েক আগেই। বিশ্বের মধ্যে করোনা বিধ্বস্ত দেশের তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে ভারত। এক নম্বরে মার্কিন যুক্তরাষ্ট্র। মার্কিন মুলুকে করোনার বলি ২ লাখ। এদিকে প্রতি দিন যে সংখ্যক মানুষের পরীক্ষা হচ্ছে তার মধ্যে যত শতাংশের কোভিড রিপোর্ট পজিটিভ আসছে, সেটাকেই বলা হচ্ছে পজিটিভিটি রেট বা সংক্রমণের হার। গত কাল সাড়ে ১১ শতাংশ ছাড়ালেও আজ তা কমে হয়েছে ৮.০৫ শতাংশ। গত ২৪ ঘণ্টায় দেশে পরীক্ষা হয়েছে ৯ লক্ষ ৩৩ হাজার ১৮৫ জনের। যা গতকালের তুলনায় বেশি হলেও গত সপ্তাহের অন্যান্য দিনের তুলনায় কম। আরও পড়ুন-Tea Diplomacy: বিক্ষোভরত সাংসদদের চায়ের অফার করে প্রধানমন্ত্রীর সুনজরে হরিবংশ সিং, চায়ের বদলে চাষিদের খাবার ফেরত চাইলেন সঞ্জয় সিংয়ের

আমেরিকা ও ইউরোপের দেশগুলির তুলনায় মৃত্যুর হার কম হলেও, ভারতে দিন দিন বাড়ছে মোট মৃত্যুর সংখ্যা। সেপ্টেম্বরের গোড়া থেকেই তা ধারাবাহিক ভাবে হাজারের উপরে। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুসারে, গত ২৪ ঘণ্টায় করোনার জেরে মৃত্যু হয়েছে ১ হাজার ৫৩ জনের। এ নিয়ে দেশে মোট ৮৮ হাজার ৯৩৫ জনের প্রাণ কাড়ল করোনাভাইরাস। এর মধ্যে মহারাষ্ট্রেই মারা গিয়েছেন ৩৩ হাজার জন। দ্বিতীয় স্থানে থাকা তামিলনাড়ুতে মোট মৃত্যু হয়েছে ৮ হাজার ৮৭১ জনের। তৃতীয় স্থানে থাকা কর্নাটকে মৃতের সংখ্যা আট হাজার ছাড়িয়ে বাড়ছে। অন্ধ্রপ্রদেশে করোনা প্রাণ কেড়েছে ৫ হাজার ৪১০ জনের। উত্তরপ্রদেশ ও দিল্লিতে মোট মৃত্যু পাঁচ হাজার ছাড়িয়েছে। পশ্চিমবঙ্গ (৪,৪২১), গুজরাত (৩,৩৩৬), পাঞ্জাব (২,৮৬০) ও মধ্যপ্রদেশ (২,০০৭) মৃত্যু তালিকায় উপরের দিকে রয়েছে। রাজস্থান (১,৩৫২), হরিয়ানা (১,১৭৭), তেলেঙ্গানা (১,০৫২) ও জম্মু ও কাশ্মীরে (১,০২৪) মোট মৃত্যু বেড়ে চলেছে। এর পর তালিকায় রয়েছে বিহার,  ওড়িশা,  ছত্তীসগঢ়,  ঝাড়খণ্ড,  অসম,  কেরল,  উত্তরাখণ্ড,  পুদুচেরী,  গোয়া,  ত্রিপুরার মতো রাজ্যগুলি।