মাধ্যমিক (প্রতীকি ছবি: PTI)

কলকাতা, ১৭ ফেব্রুয়ারি: মঙ্গলবার থেকে শুরু হচ্ছে মাধ্যমিক পরীক্ষা (Madhyamik Exam)। অন্যান্যবারের মতোই এবারও কড়া পদক্ষেপের মধ্যে দিয়ে পরীক্ষার আয়োজন করতে চলেছে মধ্যশিক্ষা পর্ষদ (Madhya Shiksha Parsad)। এবার মোট পরীক্ষার্থীর সংখ্যা ১০ লক্ষ ১৫ হাজার ৮৮৮ জন। যা গতবারের তুলনায় কম। মাধ্যমিকে এবার ছাত্রীর সংখ্যা ৫ লক্ষ ৭৬ হাজার ৯। ছাত্রের সংখ্যা ৪ লক্ষ ৩৯ হাজার ৮৭৯।

পরীক্ষা কেন্দ্রগুলিতে (Exam Centre) থাকবে কড়া নজরদারি। কোনও সমস্যায় পড়লে ফোন করতে পারেন ০৩৩-২৩৫৯-২২৬৪, ০৩৩-২৩৫৯-২২৭৪ এই দুই নম্বরে। প্রশ্ন ফাঁস রুখতে মাধ্যমিক পরীক্ষা চলাকালীন রাজ্যের ৪২টি ব্লকে ইন্টারনেট বন্ধ রাখার সিদ্ধান্ত রাজ্য স্বরাষ্ট্র দফতরের (Home Ministry)। কন্ট্রোল রুম (Control Room) দিনরাত খোলা থাকছে। মালদহ,মুর্শিদাবাদ, কোচবিহার, উত্তর ও দক্ষিণ দিনাজপুর, জলপাইগুড়ি জেলার কিছু কিছু ব্লকে ইন্টারনেট বন্ধ রাখা হবে (Internet Service Closed)। স্বরাষ্ট্র দফতর সূত্রে খবর, প্রশ্নপত্র হোয়াটসঅ্যাপে যাতে না বেরোয় তার জন্য পরীক্ষা চলাকালীন নেট বন্ধ রাখা হবে। মোবাইল নিয়ে কড়া পর্ষদ৷ পরীক্ষার্থীদের পাশাপাশি শিক্ষক-শিক্ষিকাদের উপরও একাধিক বিধিনিষেধ থাকছে। পর্ষদ সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায় সোমবার জানান, সকাল ১০টা ৩০ মিনিটের মধ্যে পরীক্ষার হলে প্রশ্নপত্র পৌঁছে দেওয়া হবে৷ ১১টা ৪০ মিনিটে প্রশ্নপত্রের প্যাকেট খোলা হবে। ১১টা ৫০ মিনিটে উত্তরপত্র সরবরাহ করা হবে পরীক্ষার্থীদের কাছে। মাধ্যমিক পরীক্ষার সময় নকল রুখতে ১১টা ৪৫ থেকে ২ ঘণ্টার জন্য ৭ জেলায় ইন্টারনেট বন্ধ থাকবে। মাধ্যমিক পরীক্ষায় পড়ুয়াদের মোবাইল ফোন, স্মার্ট ফোন, স্মার্ট ওয়াচ, ক্যালকুলেটর নিয়ে পরীক্ষাকেন্দ্রে যাওয়ায় নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। মোবাইল নিয়ে পরীক্ষাকেন্দ্রে কোনও পরীক্ষার্থী ধরা পড়লে তার বিরুদ্ধে কঠোর পদক্ষেপ করা হতে পারে বলেও জানিয়েছেন পর্ষদ সভাপতি। আরও পড়ুন: Mamata Banerjee Meets Governor: অবশেষে বৈঠক মুখ্যমন্ত্রী-রাজ্যপালের, জগদীপ ধনকড়ের জন্য ফুল, মিষ্টি নিয়ে পৌঁছন মমতা ব্যানার্জি

দেখে নেওয়া যাক মাধ্যমিক পরীক্ষার খুঁটিনাটি-

  • ২০১৯ এর তুলনায় ২০২০ সালের মাধ্যমিক পরীক্ষা সামান্য পিছিয়ে গিয়েছে৷ গত বছর মাধ্যমিক শুরু হয়েছিল ১২ ফেব্রুয়ারি থেকে৷
  • এবার ২৮৩৯টি কেন্দ্রে চলবে মাধ্যমিক পরীক্ষা৷
  • গতবছরের তুলনায় পরীক্ষার্থীর সংখ্যা কমেছে৷
  • এছাড়া টালা ব্রিজের সমস্যার জন্য বাড়তি নজরদারির ব্যবস্থা রাখা হয়েছে৷ পড়ুয়াদের অসুবিধার কথা ভেবেই স্কুলের সিট ভাবনাচিন্তা করে দেওয়া হয়েছে৷
  • আগামী ২৭ ফেব্রুয়ারি অর্থাৎ পরীক্ষা শেষ দিন পর্যন্ত কন্ট্রোলরুম চালু থাকবে। পরীক্ষার যে কোন সমস্যার কথা ও জানানো যাবে কন্ট্রোল রুমের নম্বর গুলিতে ফোন করে। পর্ষদের তরফে দেওয়া হেল্পলাইন নম্বর গুলি হল ০৩৩ ২৩৫৯২২৬৪ এবং ০৩৩২৩৫৯২২৭৪। এছাড়াও ইমেল করতে পারেন এই ঠিকানায় madhyamik.pariksha@gmail.com। ছাত্র-ছাত্রীদের পাশাপাশি অভিভাবকরাও এই নম্বরে ফোন করে সাহায্য নিতে পারেন।
  • এই হেল্পলাইন নম্বরগুলি ছাড়াও পর্ষদের সভাপতি-সহ কয়েকজন ব্যক্তির ফোনে ফোন করতে পারবেন পরীক্ষার্থীরা। জরুরী নম্বর গুলি হল: সভাপতি-০৩৩ ২৩২১৩০৮৯,৯০৫১৪১৪১১১,০৩৩২৩২১৮১২২। ডেপুটি সেক্রেটারি (অ্য়াকাডেমিক)-৭০০১৩৪৫৩২১, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি (এক্সামিনেশন)-৯৮৭৪৪৯৯৮২০।