কলকাতা, ১৭ ফেব্রুয়ারি: দীর্ঘ বাদানুবাদের পর অবশেষে রাজ্যপালের সঙ্গে দেখা করলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি (CM Mamata Banerjee)। আজ বেলা সাড়ে ১১ টা নাগাদ রাজভবনে (Raj Bhawan) উপস্থিত হন তিনি।প্রায় ১২.৩০ টা পর্যন্ত বৈঠক চলে। রাজ্যপালকে ফুল এবং মিষ্টিও উপহার দিয়েছেন তিনি। জানা গেছে, পূর্বনির্ধারিত সময়েই মুখ্যমন্ত্রী তাঁর সঙ্গে দেখা করার জন্য পৌঁছে যান। কিন্তু বৈঠকে কী আলোচনা হয়েছে, তা এখনও পর্যন্ত জানা যায়নি।
কখনও যাদবপুর আবার কলকাতা বিশ্ববিদ্যালয় একাধিকবার বিক্ষোভের মুখে পড়তে হয়েছে তাঁকে। রাজ্যের আইনশৃঙ্খলা নিয়ে বারবার প্রশ্ন তুলেছিলেন তিনি। বাদ যায়নি মমতা ব্যানার্জির 'ক্যা ক্যা ছি ছি' মন্তব্য নিয়ে প্রশ্ন তোলাও। একাধিকবার মমতা ব্যানার্জিকে আমন্ত্রণ জানালেও তিনি বারবার তা এড়িয়ে যান। তার ফলে রাজ্য ও রাজ্যপালের সম্পর্কের ক্রমশই অবনতি হয়েছে। সম্প্রতি কোচবিহারের পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে জগদীপ ধনকড় (Jagdeep Dhankhar) আমন্ত্রিত না হওয়ার ঘটনায় দু’পক্ষের সম্পর্কে আরও দূরত্ব বাড়ায়। যার জেরে বারবার তিনি অপমানিত বোধ করে দুঃখপ্রকাশও করেন। আরও পড়ুন, ফারাক্কা ব্যারেজের নির্মীয়মাণ সেতু ভেঙে মৃত ৩
Kolkata: West Bengal CM Mamata Banerjee arrives at Raj Bhawan to meet Governor Jagdeep Dhankhar pic.twitter.com/UfIuPNQ9yK
— ANI (@ANI) February 17, 2020
শেষ তাঁদের প্রজাতন্ত্র দিবসের দিন অনুষ্ঠানে যোগ দিতে দেখা যায়। এরপর আজকের আলোচনা বেশ তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল। চলতি মাসের শুরুতেই রাজভবনে গিয়ে রাজ্যপালের সঙ্গে বৈঠক করেন পরিষদীয় মন্ত্রী তথা শিক্ষামন্ত্রী পার্থ চাটার্জি। বৈঠক থেকে বেরিয়ে পার্থ চাটার্জি জানিয়েছিলেন, কেবল সৌজন্যের খাতিরেই সেখানে গিয়েছিলেন তিনি।