প্রতীকী ছবি | (Photo Credits: Unsplash.com)

নতুন দিল্লি, ১২ সেপ্টম্বর: জেইই মেইন পরীক্ষার (JEE Main 2020) ফলপ্রকাশ হল। গতকাল রাতে ফল প্রকাশিত হয়েছে। ১০০ পারসেন্টাইল (100 Percentile) স্কোর করেছেন ২৪ পড়ুয়া। তার মধ্যে ৮ জনই তেলাঙ্গানার পড়ুয়া। রাজধানী দিল্লি দ্বিতীয় স্থানে রয়েছে। দিল্লির ৫ জন পরীক্ষার্থী ১০০ পারসেন্টাইল স্কোর করেছেন। এরপর রয়েছে রাজস্থান, এই রাজ্যের ৪ জন ১০০ শতাংশ স্কোর করেছে। বাকি ৭ জনের মধ্যে ৩ জন অন্ধ্রপ্রদেশের, ২ জন হরিয়ানার এবং গুজরাট ও মহারাষ্ট্রের ১ জন করে। জেইই-মেইনে রাজ্যে সম্ভাব্য প্রথম ডিপিএস রুবি পার্কের ছাত্রী শ্রীমন্তী দে। তিনি পেয়েছেন ৯৯.৯৯ পারসেন্টাইল।

করোনাভাইরাস মহামারীর মধ্য়েই বিভিন্ন শিফটে ১ সেপ্টেম্বর থেকে ৬ সেপ্টেম্বর জেইই মেইন পরীক্ষা নেওয়া হয় সারা দেশে। পরীক্ষার্থীদের সুরক্ষায় নেওয়া হয়েছিল নানা ব্যবস্থা। ভিড় এড়াতে পরীক্ষা কেন্দ্রের সংখ্যা বাড়িয়েছিল ন্যাশনাল টেস্টিং এজেন্সি। এবার ৮.৫৮ লাখ পরীক্ষার্থী পরীক্ষার আবেদন করেছিলেন। মোট আবেদনকারীদের মধ্যে ৭৪ শতাংশ পরীক্ষায় অংশ নিয়েছিলেন।

পরীক্ষার্থীরা যারা জেইই মেইনস ২০২০-র পরীক্ষা দিয়েছে তারা jeemain.nta.nic.in ওয়েবসাইটে ফল দেখতে পারবে। রেজাল্ট কীভাবে দেখবেন:

  • প্রথমে jeemain.nta.nic.in ওয়েবসাইটে যান
  • হোমপেজে “JEE Mains 2020 results” এই লিঙ্কে ক্লিক করুন
  • এরপর নতুন একটি পেজ খুলে যাবে
  • এখানে অ্যাপ্লিকেশন নন্বর, জন্ম তারিখ ও অন্য ডেটা এন্ট্রি করে এন্টার করুন
  • এবার পেজে রেজাল্ট দেখাবে
  • রেজাল্ট ডাউনলোড করে প্রিন্ট আউট করে নিন