JEE Advanced Exam 2020: ২৩ অগাস্ট জয়েন্ট এন্ট্রান্স অ্যাডভান্স পরীক্ষা, ঘোষণা করল মানব সম্পদ উন্নয়ন মন্ত্রক
আজ জয়েন্টের ফল। Representational Image | (Photo Credits: Unsplash.com)

নতুন দিল্লি, ৭ মে: চলতি বছরের জয়েন্ট এন্ট্রান্স অ্যাডভান্স (JEE Advanced Exam 2020) পরীক্ষার দিন ঘোষণা করল কেন্দ্রীয় মানব সম্পদ উন্নয়ন মন্ত্রক (Ministry of Human Resource Development)। আজ কেন্দ্রীয় মানব সম্পদ উন্নয়ন মন্ত্রী রমেশ পোখরিয়াল নিশঙ্ক (Ramesh Pokhriyal 'Nishank') জানিয়েছেন, ২৩ অগাস্ট জয়েন্ট এন্ট্রান্স অ্যাডভান্স পরীক্ষার দিন চূড়ান্ত করা হয়েছে। গতকাল জয়েন্ট এন্ট্রান্স মেন ২০২০ (JEE Main 2020) এবং NEET 2020 পরীক্ষার দিন ঘোষণা করেন পোখরিয়াল। চলতি বছরে জয়েন্ট এন্ট্রান্স অ্যাডভান্স পরীক্ষায় বসতে চলেছেন প্রায় ২.৫ লাখ পরীক্ষার্থী।

গতকাল পরীক্ষার্থীদের সঙ্গে webina-এ আলোচনার সময় মন্ত্রী জানিয়েছেন, আগামী ১৮-২৩ জুলাইয়ের মধ্যে জয়েন্ট এন্ট্রান্স মেন ২০২০ পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং ২৬ জুলাই NEET 2020 পরীক্ষা অনুষ্ঠিত হবে। যে সমস্ত পরীক্ষার্থী জয়েন্ট এন্ট্রান্স মেন পরীক্ষা পাশ করেছেন, তাঁরাই জয়েন্ট এন্ট্রান্স মেন পরীক্ষায় বসার যোগ্যতা অর্জন করেন। অগাস্টে ফল প্রকাশ হতে পারে। আরও পড়ুন: JEE Main and NEET 2020 Exams Date: ঘোষণা হল জয়েন্ট এন্ট্রান্স মেইন ও নিট পরীক্ষার নির্ঘণ্ট, জেনে নিন কবে হতে চলেছে পরীক্ষা

করোনা সংকটের জেরে ঘোষিত দেশব্যাপী লকডাউনের কারণে এ বছরের জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা নিয়ে পরীক্ষার্থীদের মেধ্যে সংশয় তৈরি হয়েছিল। এ দিনের ঘোষণায় নিশ্চিন্ত হয়েছেন তাঁরা।