![](https://bnst1.latestly.com/wp-content/uploads/2019/08/result-3236285_1920-784x441-380x214.jpg)
নতুন দিল্লি, ২৩ জুলাই: আগামী ২৪ জুলাই, শনিবার বেলা ৩টেয় ICSE, ISC’র ফলাফল প্রকাশ হবে, বলে ঘোষণা করল কাউন্সিল। results.cisce.org ওয়েবসাইটে নিজেদের রেজিস্ট্রেশন নম্বর দিলেই দেখা যাবে ISCE-ISC’র ফল। বৃহস্পতিবারই মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকের ফলপ্রকাশ পেয়েছে। আগামী ৩১ জুলাইয়ের মধ্যে সমস্ত বোর্ডের দশম ও দ্বাদশ শ্রেণীর ফলপ্রকাশ করার নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট। আরও পড়ুন, উচ্চমাধ্যমিকে প্রথম হওয়া রুমানা সুলতানার ধর্মের উল্লেখ নিয়ে বিতর্কে মহুয়া দাস
নম্বর নিয়ে কোনও জটিলতা থাকলে ছাত্রছাত্রীদের নিজেদের বিদ্যালয়ে আবেদন জানাতে হবে। উপযুক্ত কারণ দেখিয়ে আবেদনপত্র জমা নেওয়া হবে। সিবিএসই-র ফল কবে প্রকাশিত হবে তা এখনও জানানো হয়নি।
এসএমএসের মাধ্যমেও ফল জানা যাবে । 09248082883 নম্বরে কোর্সের নাম ও সাত ডিজিটের ইউনিক নম্বর দিতে হবে।