নয়াদিল্ল; পুজোর আগে কর্মী ছাঁটাই (Lay Off) করল গুগল (Google) নিয়ন্ত্রিত এডিডি২৪৭ (Adda247)। শনিবার সংবাদ মাধ্যমে প্রকাশিত প্রতিবেদন থেকে জানা গেছে গুগল নিয়ন্ত্রিত (Google-backed) শিক্ষা পরিষেবা সংক্রান্ত অনলাইন প্ল্যাটফর্ম (Edtech platform) Adda247 তাদের সমস্ত বিভাগ থেকে মোট ২৫০-৩০০ কর্মীকে ছাড়াই করা হচ্ছে। এন্ট্রাকার সংবাদ সংস্থার সূত্রের খবর উল্লেখ করে জানিয়েছেন একটি ইউপিএসসি ফোকাস এডুটেক প্ল্যাটফম StudyIQ তাদের ১০০ থেকে ১৫০ কর্মচারীকে ছাঁটাই করা হয়েছে। প্রসঙ্গত উল্লেখ্য ২০ মিলিয়ন ডলার দিয়ে ২০২১ সালে ডিসেম্বর মাসে কোম্পানিটি নিজের আয়ত্বে নিয়েছি গুগুল।
জানা গেছে, সেলস ও কনটেন্ট-সহ বিভিন্ন প্রধান দফতর থেকে ১৫০ কর্মচারীকে বরখাস্ত করেছে। গত কয়েক বছরের মধ্যে এই প্রথম কর্মী ছাঁটাইয়ের রাস্তায় হাঁটল সংস্থাটি। সূত্রের খবর, ছাঁটাই হওয়া কর্মীদের আগে কোনও নোটিস না দিয়েই পদত্যাগ করার নির্দেশ দেওয়া হয়েছে।
গত বছরের অক্টোবরের এডিডি২৪৭ ওয়েস্ট ক্যাপিটালের নেতৃত্বে এক রাউন্ডে ৩৫ মিলিয়ন মার্কিন ডলার সংগ্রহ করেছে। এই রাউন্ডে গুগলকে নতুন বিনিয়োগকারী হিসেবে দেখা গেছিল। রাউন্ডটি গুগলকে একটি নতুন বিনিয়োগকারী হিসাবে দেখেছিল।পাশাপাশি সেই সময় সংস্থাটিতে বিনিয়োগ করেছিল আগে থেকে থাকা ইনফো এজ ও আসা ইমপ্যাক্ট। আরও পড়ুন: Disney+ Hotstar Records: অনলাইন স্ট্রিমিংয়ে সব রেকর্ড ভেঙে চুরমার ভারত-পাক ম্যাচে
#Google-backed Adda247 cuts nearly 300 jobs: Report
Read: https://t.co/CgWiOfdCay pic.twitter.com/45gRyuRfQp
— IANS (@ians_india) October 14, 2023