Disney+ Hotstar Records: অনলাইন স্ট্রিমিংয়ে সব রেকর্ড ভেঙে চুরমার ভারত-পাক ম্যাচে
Hardik Pandya Magic (Photo Credit: Mufaddal Vohra/ X)

দেশের অনলাইন স্ট্রিমিংয়ে নয়া নজির। শনিবার আমেদাবাদে ভারত-পাকিস্তানের মধ্যে বিশ্বকাপের ম্যাচ ডিজনি+হটস্টার প্ল্যাটফর্মে একটা সময় কনকারেন্ট (যতগুলি ডিভাইসে দেখা হচ্ছে) ৩ কোটি ১০ লক্ষ। ভারতের কোনও আন্তর্জাতিক ম্য়াচ চলাকালীন এটাই অনলাইনে সবচেয়ে বেশী কনকারেন্টের নজির। এর আগে এই রেকর্ড ছিল জিও সিনেমা অ্যাপের দখলে। রোহিত শর্মার ব্যাটিংয়ের সময় ডিজনি+হটস্টারে কনকারেন্ট ৩ কোটি ১০ লক্ষে পৌঁছে গিয়েছিল। প্রায় সারাটা ম্য়াচজুড়ে কনকারেন্ট থাকা ২ কোটির ওপরে।

দিন যত যচ্ছে টিভিতে খেলা দেখার চেয়ে মোবাইল বা স্মার্ট টিভিতে দেখতেই স্বাচ্ছন্দ্য হচ্ছে মানুষ। সঙ্গে ভারত-পাক ম্যাচ মানেই আলাদা উন্মাদনা। সেই সুবাদে বড় নজির গড়ে ফেলল হটস্টার।

দেখুন এক্স

প্রসঙ্গত, এবারের আইসিসি বিশ্বকাপের সব ম্যাচ মোবাইলে বিনামূল্যে দেখা যাচ্ছে ডিজনি+হটস্টারে। তবে স্মার্ট টিভি, মোবাইল, ট্য়াব, ল্যাপটপে দেখতে হলে অর্থ খরচ করে নির্দিষ্ট মূল্যের সাবস্ক্রিপশন নিতে হবে।