Babul Supriyo: বাংলার সবচেয়ে নিকৃষ্ট মুখ্যমন্ত্রী হিসেবে ইতিহাসের পাতাই একদিন দিদিমণির সঠিক মূল্যায়ণ করবে! 'সিঙ্গুর আন্দোলন' পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থায় 'পাঠ্য' হিসেবে উঠে আসায় গর্জে উঠলেন বাবুল সুপ্রিয়
বাবুল সুপ্রিয়। ফাইল ছবি। (Photo Credits: PTI)

কলকাতা, ২৩ জানুয়ারি: ন্যানো (Nano) হল এমন 'কার' যা বদলে দিয়েছিল সরকার। ৩৪ বছরের বাম জমানার অবসান ঘটিয়ে বাংলার মুখ্যমন্ত্রী হিসেবে মমতা ব্যানার্জির (CM Mamata Banerjee) পথ চলা শুরু টাকে এভাবেও বর্ণনা করেছিলেন অনেকে। তারপর গঙ্গা দিয়ে অনেক জল গড়িয়েছে। অগ্নিকন্যার বাংলার 'দিদি' হয়ে ওঠার ৯ বছর হয়ে গিয়েছে। এরমধ্যে 'সিঙ্গুর আন্দোলন' (Singur Movement) উঠে এসেছে পশ্চিমবঙ্গের শিক্ষায় 'পাঠ্য' (Text) হিসেবে। যেখানে লেখা আছে ওই আন্দোলনের পুঙ্খানুপুঙ্খ বিবরণ। আর এই বিষয় নিয়ে বৃহস্পতিবার টুইটারে সিউরব হলেন কেন্দ্রীয়মন্ত্রী বাবুল সুপ্রিয় (Babul Supriyo)।

এদিন পরপর বেশ কয়েকটি টুইট (Tweet) করে এই বিষয়ে নিজের বক্তব্য শানান বাবুল। বাবুলকে লিখতে দেখা যায়- "ন্যানো একমাত্র 'কার', যেটা পাল্টে দিয়েছিলো সরকার। সেই সময় দিদি সিঙ্গুরের জন্য টানা অনশন করেন। সেটাই এখন স্থান পেয়েছে স্কুলের (School) পাঠ্য বইয়ে। আসল সত্যি কিন্তু অন্য কথা বলে। ছাপানো অক্ষরকে ভুল প্রমাণ করে। ন্যানো কারখানা আটকে আসলে তিনি বাংলাকে শুরুতেই শিল্পমুক্ত করেন।" এছাড়াও অপর একটি পোস্টে বাবুল লেখেন, "ন্যানো কারখানা আটকে আসলে তিনি বাংলাকে শুরুতেই শিল্পমুক্ত করেন। অত্যন্ত উর্বর, বহুফসলি, নিবিড়ভাবে সেচ সেবিত কৃষি জমির মতো নির্লজ্জ মিথ্যা কথা বলতে ও কৃষকদের (Farmer) স্বপ্নকে নিজের ভোট ব্যাঙ্কে কাজে লাগাতে, দুটোতেই ওনার হাত একটু কাঁপেনি|" বইয়ের কয়েকটি বিশেষ অংশ তুলে ধরে বাবুল আরও বলেন, "বাংলার বর্তমান ও ভবিষ্যৎকে জলাঞ্জলি দিয়ে আজ উনি স্কুলের বাচ্চাদের শিক্ষা নিয়েও মিথ্যে কথার রাজনীতি (Politics) করছেন! মা মাটি মানুষও যেমন আজ সবটাই ‘ধরে’ ফেলেছেন তেমনই এই ইতিহাসের পাতাই একদিন দিদিমণির (Dinamani) সঠিক মূল্যায়ণ করবে "As the worst ever Chief minister of Bengal" আরও পড়ুন: Netaji Subhas Chandra Bose Jayanti 2020: নেতাজি ধর্মনিরপেক্ষতার সওয়াল করতেন, এখন ধর্মনিরপেক্ষদের দেশত্যাগ করানোর চেষ্টা চলছে: মমতা ব্যানার্জি

যদিও বাবুলের টুইট নিয়ে এখনও পর্যন্ত কোনও প্রতিক্রিয়া দিতে দেখা যায়নি মুখ্যমন্ত্রী কিংবা শিক্ষামন্ত্রী পার্থ চ্যাটার্জিকে (Education Minister Partha Chatterjee)।