চণ্ডীগড়, ৪ ফেব্রুয়ারি: অবৈধ বালি খাদান মামলায় (Illegal Sand-Mining Case) গ্রেফতার পঞ্জাবের মুখ্যমন্ত্রী চরণজিৎ সিং চান্নির (Charanjit Singh Channi) ভাইপো ভূপিন্দর সিং হানি (Bhupinder Singh Honey)। বৃহস্পতিবার সন্ধ্যায় জলন্ধর থেকে তাঁকে গ্রেফতার করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)। গতকাল তাঁকে সারাদিন জিজ্ঞাসাবাদ করা হয়।
ইডি আধিকারিকরা জানিয়েছেন, মানি লন্ডারিং প্রতিরোধ আইনে (PMLA) হানিকে গ্রেফতার করা হয়েছে। গত মাসে, হানির বাড়ি ও অফিসে তল্লাশি অভিযান চালিয়ে 8 কোটি টাকা বাজেয়াপ্ত করেছিল ইডি। আরও পড়ুন: West Bengal Weather Update: উধাও শীত, পশ্চিমী ঝঞ্ঝার জেরে জেলায় জেলায় বৃষ্টি
দেখুন ভিডিও:
#WATCH | Punjab CM Charanjit Singh Channi's nephew Bhupinder Singh Honey arrested by Enforcement Directorate (ED) from Jalandhar on Thursday evening following day-long questioning in an illegal sand mining case: Sources pic.twitter.com/6ciwmY1mhX
— ANI (@ANI) February 4, 2022
এক বিবৃতিতে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বলেছে যে অবৈধ বালি খাদান এবং সম্পত্তি লেনদেন সম্পর্কিত অপরাধমূলক নথি, মোবাইল ফোন, ২১ লাখের বেশি মূল্যের সোনা এবং ১২ লাখ টাকার একটি রোলেক্স ঘড়িও তল্লাশির সময় বাজেয়াপ্ত করা হয়।