মুম্বই, ২১ জানুয়ারি: মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে গতকাল শপথ নিয়েছেন জো বিডেন। তারপরেই বিশ্ব অর্থনীতি ইতিবাচক মোড় নিতে শুরু করেছে। লগ্নিকারীদের মধ্যে আশা জাগিয়ে ভারতের শেয়ার বাজারেও সূচক উঠল চড়চড়িয়ে। প্রথমবারের মতো সূচক ৫০ হাজারের লক্ষ্যমাত্রা ছুঁয়ে ফেলল। আজ বাজার খুলতেই সূচক ওঠে ৫০,০৯৬। নিফটি ১৪, ৭১২ এবং ০.৪৭ শতাংশ। করোনাভাইরাস লকডাউনের কারণে বিশ্ব অর্থনীতি একেবারে মুখ থুবড়ে পড়েছিল। আগামী কাল ৪৬-তম মার্কিন প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছে ৭৮ বছরের জো বিডেন। তারপরেই হু হু করে ঘুরে গেল বিশ্ব অর্থনীতির মোড়। এই ইতিবাচক গ্লোবাল ট্রেন্ডে গা ভাসিয়েছে ভারতের শেয়ার বাজারও। বিশ্বের বৃহত্তম অর্থনীতিতে এমন জোয়ার দেখে আশাবাদী লগ্নিকারী ব্যবসায়ীরাও। আরও পড়ুন-US Vice President Kamala Harris: ‘কাজ করার জন্য তৈরি,’ প্রথম মহিলা মার্কিন ভাইস প্রেসিডেন্ট পদে বসেই টুইট কমলা হ্যারিসের
#Sensex currently at 50,092.75; Nifty at 14,732 https://t.co/th5eEkCGWJ
— ANI (@ANI) January 21, 2021
গত সপ্তাহে ট্রাম্পের উসকানিতে মার্কিন যুক্তরাষ্ট্রের মূল প্রশাসনিক ভবন ক্যাপিটলে হামলা চলে। তারপর বুধবার শান্তিপূর্ণভাবে আমেরিকার ৪৬-তম প্রসিডেন্ট হিসেবে শপথ নেন জো বিডেন। এই ঘটনায় হাঁফ ছেড়ে বেঁচেছেন লগ্নিকারীরা। মার্কিন মুলুকের শেয়ার মার্কেট একেবারে শীর্ষে পৌঁছে বন্ধ হলে বৃহস্পতিবার এশিয়ার শেয়ার বাজারগুলিতে হু হু করে উঠতে থাকে সূচক। করোনা পরিস্থিতিতে বিশ্ব অর্থনীতি যে ক্ষতির মুখ দেখেছে জো বিডেনের সৌজন্যে সেই পরিস্থিতির যেন উন্নতি হয়, এমনটাই চাইছেন লগ্নিকারীরা।