কমলা হ্যারিস (Photo Credits: Twitter)

ওয়াশিংটন, ২১ জানুয়ারি: “কাজ করার জন্য তৈরি।” বুধবার মার্কিন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার পর আমেরিকার সরকারের অফিশিয়াল টুইটার অ্যাকাউন্টে একথাই লিখলেন কমলাদেবী হ্যারিস (Kamala Devi Harris)। ভাইস প্রেসিডেন্ট হিসেবে জাতির উদ্দেশে এটিই তাঁর প্রথম পোস্ট। মার্কিন যুক্তরাষ্ট্রের প্রথম মহিলা ভাইস প্রেসিডেন্ট হলেন কমলা হ্যারিস। মার্কিন প্রশাসনের এমন একটা পদে তিনি আসীন যেখানে তাঁর আগে শুধু সাদা চামড়ার মানুষেরাই বসেছেন। ২০১৬-তে ক্যালিফোর্নিয়ার সেনেটর হিসেবে হ্যারিস প্রথম নির্বাচিত হন। আরও পড়ুন-Joe Biden Sworn in as 46th President: আমেরিকার ইতিহাসে এই প্রথম, ৪৬-তম মার্কিন প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন ৭৮ -এর জো বিডেন

ওকল্যান্ডে জন্মগ্রহণ করেন কমলা হ্যারিস। মা ভারতীয় ও বাবা জামাইকান। কমলা হ্যারিস ক্যালিফোর্নিয়ার অ্যাটর্নি জেনারেল হিসেবেও কাজ করেছেন। তিনি ১৯৮৬ সালে রাষ্ট্রবিজ্ঞান ও অর্থনীতিতে হাওয়ার্ড থেকে স্নাতক হন। ২০১৪ সালে বিনোদন মূলক আইনজীবী ডগ এমহফকে বিয়ে করেন কমলা হ্যারিস।