Earthquake (Photo Credit: File Image)

নয়াদিল্লিঃ দিল্লির(Delhi) পর এবার বিহার(Bihar)। সোম সকালে ভূমিকম্পে(Earthquake In Bihar: সোম সকালে দেশে জোড়া ভূমিকম্প, দিল্লির পর কাঁপল বিহার) কাঁপল বিহারের সিওয়ান জেলার বিস্তীর্ণ অংশ। এদিন সকাল ৮ টা ২ মিনিটে কম্পন অনুভূত হয়। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি জানিয়েছে,ভূমিকম্পের উৎসস্থল মাটি থেকে ১০ কিলোমিটার গভীরে। যদিও এখনও পর্যন্ত হতাহতের কোনও খবর পাওয়া যায়নি। তবে স্বাভাবিকভাবেই ভূমিকম্পের জেরে আতঙ্ক ছড়ায় গোটা এলাকায়। আতঙ্কে বাড়ি ছেড়ে রাস্তায় বেরিয়ে পড়েন সাধারণ মানুষ।

 সোমবার সকালে ফের কম্পন!

প্রসঙ্গত, সপ্তাহের শুরুতেই দেশজুড়ে জোড়া ভূমিকম্প। সোমবার ভোর ৫ টা ৩৫ মিনিটে ভূমিকম্পে কেঁপে ওঠে দিল্লি সহ গোটা উত্তর ভারতের বিস্তীর্ণ অংশ। দিল্লির পরই বিহার। ঘটনাচক্রে, দুই জায়গাতেই কম্পনের তীব্রতা এক। তবে দিল্লির ভূমিকম্পের উৎসস্থল মাটির মাত্র পাঁচ কিলোমিটার নীচে। ভূমিকম্পের কারণে আতঙ্কে দিল্লিবাসী। কম্পনের মাত্রা তীব্র ছিল বলে দাবি রাজধানীবাসীর। ভয়ে বাড়ি ছেড়ে রাস্তায় বেরিয়ে পড়েন মানুষজন। যদিও দিল্লিবাসীকে আতঙ্কিত না হওয়ার পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিন সকালে এক হ্যান্ডেলে তিনি লেখেন, "দিল্লি এবং আশপাশের এলাকায় কম্পন অনুভূত হয়েছে। সকলের কাছে আমার অনুরোধ, আপনারা শান্ত থাকুন, আতঙ্কিত হবেন না। ভূমিকম্প পরবর্তী কম্পন হতে পারে, তার জন্য সতর্ক থাকুন।  সংশ্লিষ্ট কর্তৃপক্ষ পরিস্থিতির দিকে নজর রেখেছে।"

সোম সকালে দেশে জোড়া ভূমিকম্প, দিল্লির পর কাঁপল বিহার