শহরে ভূমিম্প। ( (Photo Credits: ANI)

নয়া দিল্লি, ২৪ সেপ্টেম্বর: Strong Tremors Felt in NCR, Punjab, Haryana And Other Parts of North India রাজধানী দিল্লিতে ভূমিকম্প। আজ, মঙ্গলবার বিকেল ৪.৪০ নাগাদ কেঁপে ওঠে দিল্লি। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৫.৮।  ভূ-পৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে ভূমিকম্পের কেন্দ্র। ইউরোপিয়ান মেডিটোরিনিয়ান সিসমোলজিক্যাল সেন্টার(EMSC)-র তরফ থেকে জানা গিয়েছে, ভূমিকম্পের উৎসস্থল পাকিস্তানের লাহোরের উত্তর পশ্চিম থেকে ১৭৩ কিমি দূরে।

দেশের রাজধানী শহরের পাশাপাশি পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়, কাশ্মীর সহ উত্তর ভারতের নানা জায়গা থেকে আসছে ভূমিকম্পের খবর। উত্তর ভারতের বিভিন্ন জায়গা থেকে আসতে শুরু করেছে কম্পনের খবর। সোশ্যাল মিডিয়ায় এই সংক্রান্ত নানা পোস্ট দেখা যাচ্ছে। বিভিন্ন জায়গায় আতঙ্ক ছড়াচ্ছে।  আরও পড়ুন-স্কুল ছাত্রীকে গাড়িতে তুলে 'গণধর্ষণে'র পর রাস্তায় ফেলে দেওয়া কাণ্ডে গ্রেফতার দুই

সোশ্যাল মিডিয়া জুড়ে এই ভূমিকম্পন নিয়ে নানা পোস্ট দেখা যাচ্ছে।

এখনও পর্যন্ত কোনও ক্ষয়ক্ষতির খবর আসেনি। তবে জম্মু-কাশ্মীরে ক্ষয়ক্ষতি বেশি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।