Earthquake In Chhattisgarh: করোনাভাইরাস নিয়ে আতঙ্কের মাঝেই ভূমিকম্প!
ভূমিকম্প(Photo Credits: PTI)।

রায়পুর, ২১ মার্চ: করোনাভাইরাস নিয়ে আতঙ্কের মাঝেই ভূমিকম্প। শনিবার মাঝারি ভূমিকম্পে কেঁপে উঠল ছত্তিশগড়ের (Chhattisgarh) সুকমা (Sukma) ও বস্তার (Bastar) জেলা। রিখটার স্কেলে কম্পনের মাত্র ৪.২। বেলা ১১টা ১৪ নাগাদ কম্পন অনুভূত হতেই আতঙ্কে বাড়ির বাইরে বেরিয়ে আসে মানুষ। যদিও হতাহত বা ক্ষয়ক্ষতির কোনও খবর পাওয়া যায়নি।

স্থানীয় সংবাদমাধ্যমগুলির খবরে বলা হয়েছে, শনিবার ছত্তিশগড়ের বস্তার ও সুকমা জেলার কয়েকটি অংশে ভূমিকম্প হয়। তবে তা খুব অল্প সময়ের জন্য। স্থানীয় প্রশাসনকে পরিস্থিতি পর্যবেক্ষণের জন্য নির্দেশ দেওয়া হয়েছে। এই ভূমিকম্পের কেন্দ্রস্থল জগদলপুর থেকে ৩৪ কিমি দূরে ছত্তিশগড়-ওড়িশা সীমান্তের নিকটবর্তী দক্ষিণ-পূর্বে। আরও পড়ুন: Janata Curfew:: ‘জনতা কারফিউ’ চলাকালীন সচল থাকবে কলকাতা মেট্রো, আধ ঘণ্টা অন্তর মিলবে পরিষবা

জানা গেছে, কম্পন অনুভূত হয় খৈরাপুটসহ অন্যান্য জেলাতেও। ফলে মানুষের মনে আরও আতঙ্ক ছড়িয়ে পড়ে। ওড়িশার কয়েকটি অংশেও কম্পন অনুভূত হয়েছে। সম্পত্তির কোনও ক্ষতি না হলেও ভূমিকম্পের পরে মালকানগিরি শহরে কয়েকটি বাড়িতে ফাটল দেখা দেয়।