Ramayana (Photo Credit: X/Screengrab)

দিল্লি, ৩০ সেপ্টেম্বর: রামলীলা (Ramleela) ময়দানে হওয়া রামায়ণ নিয়ে এবার বিতর্ক ছড়াল। দশেরা (Dussehra 2025) উপলক্ষ্যে রামলীলা ময়দানে যে রামায়ণের আয়োজন করা হয় দিল্লিতে, সেখানে বলিউডের গান চালিয়ে নাচ, গান শুরু হয়। দেখা যায়, রামায়ণে বর্ণিত সুর্পনখা লক্ষ্মণের চারপাশে ঘুরে গান গেয়ে বেড়াচ্ছে। আর সেই গানেই সংযোজিত হয়েছে বলিউডের গান। যা নিয়ে শুরু হয়েছ জোরদার বিতর্ক।

রামলীলা ময়দানে সুর্পনখার নাচ দেখে কেউ মন্তব্য করেন, এর আগে এমন সুন্দর সুর্পনাখা তাঁরা দেখেননি। আবার কেউ বলতে শুরু করেন, এই প্রথম সীতার তুলনায় সুর্পনখাকে দেখতে এত সুন্দর। তা প্রত্যক্ষ করা গেল। সবকিছু মিলিয়ে রামলীলা ময়দানের রামায়ণ নিয়ে একের পর এক বিতর্ক সামনে আসতে শুরু করেছে।

আরও পড়ুন: District Durga Puja 2025: আজ মহাষ্টমী, রাজ্য জুড়ে সকাল থেকে শুরু অষ্টমীবিহিত পুজো; এক নজরে দেখে নেওয়া যাক জেলার পুজো

দেখুন রামলীলা ময়দানের সেই রামায়ণের ঝলক...

 

জোরদার বিতর্ক শুরু হয়েছে রামলীলা ময়দানের এই রামায়ণকে কেন্দ্র করে...

 

সেই সঙ্গে কেউ অভিযোগ করেন, হিন্দুরা নিজেদেরর ধর্মকে নিজেরাই মজা, মশকরা বানিয়ে দিয়েছেন। এমনভাবে রামায়ণ এর আগে দেখা যায়নি বলেও মন্তব্য করেন অনেকে।

কেউ কেউ আবার এই ঘটনার জন্য হিন্দুত্ববাদীদের কাঠগড়ায় তুলতে শুরু করেন। তাঁরা দাবি করেন, ধর্মে নিয়ে এমন নক্ক্যারজনক কার্যকলাপ চলছে। অথচ হিন্দুত্ববাদীরা চুপ করে রয়েছেন। কেউ কিছু বলার সাহস পাচ্ছেন না। ফলে রামলীলা ময়দানে হয়ে যাওয়া রামায়ণ নিয়ে জোর কদমে বিতর্ক দানা বাঁধতে শুরু করেছে।

প্রসঙ্গত, গোটা দেশ জুড়ে উৎসবের মরশুম শুরু হয়েছে। উত্তরের বহু রাজ্যে তলছে নবরাত্রি। পশ্চিমবঙ্গে চলছে দুর্গা পুজো। অসম, ওড়িশাতেও শুরু হয়েছে দুর্গা পুজো। দক্ষিণ চলছে বটুকাম্মার পুজো। দশেরার আগে গোটা দেশ জুড়ে যেভাবে মার্তৃশক্তির আরাধনা চলছে, তার মাঝে রামলীলা ময়দানে অনুষ্ঠিত হওয়া রামায়ণ নিয়ে শুরু হয়েছে একের পর এক বিতর্ক।