নয়াদিল্লিঃ মদ্যপ (Drunk) অবস্থায় ড্রাউভিং। পুলিশে গাড়ির তলায় পিষে মৃত্যু ২ শিশুর। আহত আরও এক। ঘটনাটি ঘটেছে হরিয়ানার পালওয়ালের রাস্তায়। ইতিমধ্যেই অভিযুক্ত চালককে গ্রেফেতার করেছে পুলিশ। জানা গিয়েছে, অভিযুক্তের নাম নরেন্দ্র। পুলিশের হেড কনস্টেবল এবং নুহ ডিএসপি অফিসে রিডার তিনি। মঙ্গলবার বিকেলে লওয়ালের রাস্তায় তিন শিশুকে সজোরে ধাক্কা মারে তাঁর গাড়ি। ঘটনাস্থলেই মৃত্যু হয় পাঁচ ও সাত বছরের দুই শিশুর। গুরুতর জখম অবস্থায় একজনকে স্থানীউ হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে সেখানেই চিকিৎসাধীন সে।
প্রত্যক্ষদর্শীদের মতে, এই ঘটনা ঘটিয়েই সেখান থেকে পালাতে যান নরেন্দ্র। কিন্তু তাঁকে ধরে ফেলেন স্থানীয়রা। তাঁদের মতে, সেই সময় মদের নেশায় বুঁদ ছিলেন ওই পুলিশকর্মী। নিজের পায়ে দাঁড়ানোর ক্ষমতা পর্যন্ত ছিল না তাঁর। এরপরই ক্ষোভে ফেটে পড়ে এলাকার লোকজন। তড়িঘড়ি অভিযুক্তকে আনতে ঘটনাস্থলে ছোটে পুলিশের গাড়ি। কিন্তু সেই গাড়ি আটকে বিক্ষোভ দেখান স্থানীয়রা। , তাঁদের উপস্থিতিতেই অভিযুক্ত পুলিশকর্মীর মেডিক্যাল টেস্ট করানোর দাবি জানান তাঁরা। পরে মেডিক্যাল টেস্টের রিপোর্ট বদলে দেওয়া হতে পারে বলে এমন দাবি জানান তাঁরা।
পুলিশ অফিসারের গাড়ির চাকায় পিষে মৃত্যু ২ শিশুর, গুরুতর জখম আরও ১
🔴#BREAKING | Speeding police car in Haryana runs over 3 school kids; 2 dead, third brother critically injured
NDTV's @Gurpreet_Chhina joins @radhika1705 with more details pic.twitter.com/ZA274KKYfZ
— NDTV (@ndtv) September 16, 2025