হায়দরাবাদ: গোপন সূত্রে (Intelligence) খবর পেয়ে নেল্লোরের (Nellore) কাছে থাকা চেন্নাই-বিজয়ওয়াড়া হাইওয়ের (Chennai-Vijayawada highway) উপর দিয়ে যাওয়ার সময় একটি গাড়িকে আটক করে ডিআরআই (DRI)। আর তারপর তল্লাশি চালাতেই গাড়ির ভেতরে থাকা একটি লুকোনো জায়গা (secret cavity) থেকে উদ্ধার হয় ৭.৭৯৮ কেজি চোরাই সোনা (smuggled gold)।
পরে ওই গাড়িতে থাকা চোরাকারবারীদের জেরা করে তেলাঙ্গানার রাজধানী হায়দরাবাদের একটি জায়গায় হানা দেয় ডিআরআই। তারপর সেখান থেকে বিদেশি ছাপ (foreign marked gold) মারা ২.৪৭১ কেজি চোরাই সোনা বাজেয়াপ্ত করা হয়। এই ঘটনায় ধৃত দুজন চোরাই সোনা বহনকারী (carriers) ও একজন গ্রহণকারী বা রিসিভারকে (receiver ) গ্রেফতার করে বিচারকের সামনে হাজির করা হয়। ধৃতদের বিচারবিভাগীয় হেফাজতে (judicial custody) পাঠানো হয়েছে বলে জানা গেছে কাস্টমস সূত্রে। আরও পড়ুন: Punjab: পাঞ্জাবে একটি সংস্থা থেকে লুঠ ৭ কোটি টাকা, ঘটনার তদন্তে পুলিশ
DRI seizes total 10.27 kg of smuggled gold. Based on intelligence, 7.798 kg smuggled gold was found concealed in a secret cavity during search in a car, near Nellore on the Chennai Vijayawada highway. A follow-up search resulted in the identification of the receiver and 2.471 kg… pic.twitter.com/iQiQT211vt
— ANI (@ANI) June 10, 2023