Laser-Guided Anti Tank Guided Missile (Photo Credits: ANI)

নতুন দিল্লি, ২৩ সেপ্টেম্বর: দেশীয় প্রযুক্তিতে তৈরি লেজার-গাইডেড অ্যান্টি-ট্যাঙ্ক গাইডেড মিসাইলের (laser-guided anti-tank guided missile) পরীক্ষা চালাল ডিআরডিও (DRDO)। মহারাষ্ট্রের আহমেদনগরের একটি ফায়ারিং রেঞ্জে সফলভাবে এই পরীক্ষা চালানো হয়েছে। মঙ্গলবার আহমেদনগরের আর্মার্ড কর্পস সেন্টার এবং স্কুলের কেকে রেঞ্জে এমবিটি অর্জুন ট্যাঙ্ক থেকে মিসাইলটি ছোড়া হয়। চার কিলোমিটার অবধি যে কোনও লক্ষবস্তুতে আঘাত হানতে সক্ষম মিসাইলটি।

ডিআরডিও-র আধিকারিকরা জানিয়েছেন, লেজার-গাইডেড অ্যান্টি-ট্যাঙ্ক গাইডেড মিসাইল (ATGM) পাকিস্তান ও চিন সীমান্তে ভারতীয় সেনাবাহিনীর সক্ষমতা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করবে। এটিজিএম-র সফল পরীক্ষা চালানোর জন্য প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং ডিআরডিও-কে অভিনন্দন জানিয়েছেন। আরও পড়ুন: Farm Bills Protests: কৃষি বিলের প্রতিবাদে সংসদ ভবন চত্বরে বিরোধী সাংসদদের মার্চ

এক টুইটবার্তায় তিনি লেখেন, "এমবিটি অর্জুন থেকে লেজার গাইডেড অ্যান্টি ট্যাঙ্ক গাইডেড মিসাইল সফলভাবে পরীক্ষা চালানোর জন্য ডিআরডিও-কে অভিনন্দন। দেশ ডিআরডিও-র টিমকে নিয়ে গর্বিত, যারা অদূর ভবিষ্যতে আমদানি নির্ভরতা হ্রাস করার লক্ষ্যে নিবিড়ভাবে কাজ করছে।"