সাংসদ পদ খারিজ হওয়ার পর প্রথম সাংবাদিক সম্মেলনে আক্রমণাত্মক মেজাজে কংগ্রেস নেতা রাহুল গান্ধী। সাংবাদিক সম্মেলনের মাঝে এক সাংবাদিক রাহুলকে প্রশ্ন করেন, মোদী পদবি ইস্যুতে তিনি ওবিসি-দের অপমান করছেন কি না।
সেই প্রশ্ন শুনে উত্তেজিত হয়ে সেই সাংবাদিককে লক্ষ্য করে রাহুল বলেন, " আপনি সাংবাদিকের ছদ্মবেশে লুকিয়ে বিজেপির হয়ে প্রশ্ন করবেন না।" সরাসরি পোশাকে বিজেপির লোগো বা স্টিকার লাগিয়ে আসুন। আমি আপনাকে সরাসরি উত্তর দেবো।" এরপর ফের সেই সাংবাদিক প্রশ্ন করলে রাহুল বলেন. "আপনাকে দেখেই মনে হচ্ছে হাওয়া বেরিয়ে গিয়েছে আপনার।"
দেখুন ভিডিয়ো
#WATCH | "Don’t pretend to be a pressman...Kyun hawa nikal gayi?", says Congress leader Rahul Gandhi to a journalist questioning him on his conviction in 'Modi surname' case pic.twitter.com/SdaaUeraoy
— ANI (@ANI) March 25, 2023
তার আগে রাহুল বললেন, আদানি ইস্যুতে প্রশ্ন করায় এভাবে হেনস্থা করা হচ্ছে। তবে তাতে তিনি প্রশ্ন করা থামাবেন না।