Dog Attack (Photo Credits: Wikimedia Commons)

কান্নাউজ, ২৭ এপ্রিলঃ মাদকাসক্ত বাবার হাতের মার থেকে বাঁচতে বাড়ি থেকে ছুটে পালায় এক কিশোর। রাস্তায় পথকুকুরের কামড়ে মৃত্যু হয় তার। উত্তরপ্রদেশের কান্নাউজ জেলায় গত মঙ্গলবার ঘটেছে দুর্ঘটনাটি (Dog Attack in Uttar Pradesh)। রাস্তার ধার থেকে ক্ষতবিক্ষত বালকের দেহ উদ্ধার হয়েছে।

ঘটনা প্রসঙ্গে পুলিশ জানায়, মৃত বালকের বাবা ওমকার একজন মাদকাসক্ত ব্যক্তি। নেশাগ্রস্ত হয়ে বাড়ি ফিরে প্রায় প্রতিদিনই স্ত্রী এবং ছেলেকে মারধর করতেন তিনি। গত মঙ্গলবার রাতে নেশা করে বাড়ি ফেরেন ওমকার। ছেলে প্রন্সকে কারণ ছাড়াই মারতে শুরু করেন তিনি। মাদকাসক্ত বাবার অত্যাচার থেকে বাঁচতে বাড়ি থেকে ছুটে পালায় সে। কিন্তু রাতের রাস্তায় বেশ কিছু পথচারী কুকুরের সম্মুখীন হয় ওই কিশোর। কামড়ে, আঁচড়ে ক্ষতবিক্ষত করে প্রিন্সকে।

আরও পড়ুনঃ নেই অন্তর্বাস, নিম্নাঙ্গের অধিকাংশই বেরিয়ে, সুপারমার্কেট থেকে বের করে দেওয়া হল তরুণীকে

রাত গড়িয়ে সকাল হয়, ছেলে বাড়ি না ফেরায় চিন্তা শুরু করেন মা পিঙ্কি। এরপর পাড়া প্রতিবেশীর কাছে জিজ্ঞাসা করেন প্রিন্সকে তাঁরা দেখেছেন কিনা। খোঁজ করতে করতে বাড়ি থেকে ১০০ মিটারের দূরত্ব হদিশ মেলে প্রিন্সের। ক্ষতবিক্ষত অবস্থায় ছেলেকে চিহ্নিত করেন মা। প্রত্যক্ষদর্শীরা জানায় পথকুকুরের আক্রমণেই ১২ বছরের কিশোরের এমন মর্মান্তিক মৃত্যু হয়েছে।