সিসিটিভি ফুটেজ (ছবিঃX)

নয়াদিল্লিঃ হাসপাতালে (Hospital) ভর্তি স্বামী (Husband)। অসুস্থ স্বামীকে দেখতে হাসপাতালে এসেছিলেন স্ত্রী (Wife)। বাড়ি ফেরার সময় হাসপাতালের চিকিৎসকের গাড়ির (Car)তলায় পিষে মৃত্যু হল ৭৩ বছরের বৃদ্ধার। আটক করা হয়েছে চিকিৎসককে। ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় (Social edia) ভাইরাল (Viral)এই ঘটনার সিসিটিভি ফুটেজ (CCTV Footage)।

চিকিৎসকের গাড়ির তলায় পিষে মৃত্যু বৃদ্ধার

জানা গিয়েছে, ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের পালঘর জেলার বৈসারের টিএপিএস হাসপাতালে। মৃত বৃদ্ধার নাম ছায়ালতা বিশ্বনাথ আরেকার। স্বামীর সঙ্গে বৈসারের বার্ক কলোনীতে থাকতেন তিনি। কিছুদিন ধরে শারীরিকভাবে অসুস্থ ছিলেন স্বামী। টিএপিএস হাসপাতালেই চিকিৎসাধীন ছিলেন বৃদ্ধার স্বামী। অসুস্থ স্বামীকে দেখতে প্রতিদিন দু'বেলা হাসপাতালে আসতেন ওই বৃদ্ধা। এদিনও স্বামীকে দেখেই বাড়ি যাচ্ছিলন। হাসপাতালের গেটের সামনে আচমকাই তাঁকে পিষে দেয় একটি লাল গাড়ি। ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই বৃদ্ধার। এই ঘটনার একট সিসিটিভি ফুটেজ হাতে এসেছে পুলিশের। যেখানে পরিস্কার দেখা যাচ্ছে, নিয়ন্ত্রণ হারিয়ে ওই মহিলাকে পিষে দিল একটি গাড়ি। সঙ্গে সঙ্গে ছুটে আসেন উপস্থিত কয়েকজন। কিন্তু ততক্ষণে সব শেষ। জানা যায়, গাড়ি ওই হাসপাতালের চিকিৎসক ডঃ দাসের। ইতিমধ্যেই তাঁকে আটক করেছে পুলিশ। মামলা দায়ের করে শুরু হয়েছে তদন্ত।

অসুস্থ স্বামীকে দেখতে হাসপাতালে এসে চিকিৎসকের গাড়ির তলায় পিষে মৃত্যু বৃদ্ধার