দিল্লি, ৭ সেপ্টেম্বর: সনাতন ধর্ম নিয়ে ডিএমকে নেতা উদয়ানিধি স্ট্যালিনের মন্তব্য ঘিরে যখন জোর বিতর্ক শুরু হয়েছে, সেই সময় জ্বলন্ত আগুনে কার্যত ঘৃতাহুতি দিলেন এ রাজা। ডিএমকে নেতা এ রাজা এক জনসভায় বলেন, ''সনাতন ধর্মকে এইচআইভি এবং কুষ্ঠের মতো সামাজিক কলঙ্কযুক্ত রোগের সাথে তুলনা করা উচিত।'' রাজা আরও বলেছিলেন, "সনাতন ধর্মের প্রতি উদয়ানিধির মত নরম ছিল।"
ডিএমকে সাংসদ এ রাজা আরও বলেন, "সনাতন এবং বিশ্বকর্মা যোজনা পৃথক নয়, একই। উদয়ানিধি স্ট্যালিন তুলনা করেন নরমভাবে। সেই কারণে সনাতন ধর্ম নিয়ে স্ট্যালিন দাবি করেন যে ম্যালেরিয়া এবং ডেঙ্গির মত তাকে নির্মূল করা উচিত। কিন্তু এই রোগগুলির কোনও সামাজিক কলঙ্ক নেই। যা কুষ্ঠ এবং এইচআইভির ক্ষেত্রে রয়েছে।"
সম্প্রতি ডিএমকে নেতা উদয়ানিধি স্ট্যালিন সনাতন ধর্মকে ডেঙ্গি, ম্যালেরিয়ার মত নির্মূল করতে হবে বলে মন্তব্য করেন। যা নিয়ে গোটা দেশ জুড়ে অব্যাহত বিতর্ক। উদয়ানিধি স্ট্যালিনের পর এবার এ রাজার মন্তব্য বিতর্ককে আরও কয়েক দফা উসকে দিল বলে মনে করছে বিভিন্ন মহল।