প্রতীকী ছবি (Photo Credit: ANI)

নয়াদিল্লি: দুবাই থেকে দিল্লিগামী একটি বিমানের (Dubai-Delhi flight) ককপিটে (cockpit) বান্ধবীকে (female friend) তুলেছিলেন এয়ার ইন্ডিয়ার (Air India) একজন পাইলট (pilot)। পরে এই বিষয়ে ভারতের ডিরেক্টরেট জেনারেল অফ সিভিল অ্যাভিয়েশন (Directorate General of Civil Aviation) বা ডিজিসিএ-এর কাছে একটি অভিযোগ দায়ের করেন ওই বিমানের একজন কর্মী। তার জেরে এবার এয়ার ইন্ডিয়ার চিফ এগজিকিউটিভ অফিসার (Air India CEO) ক্যাম্পবেল উইলসন (Campbell Wilson) ও সংস্থার মুখ্য বিমান নিরাপত্তা আধিকারিককে (Chief of flight safety) শোকজ নোটিস (show cause notice) পাঠাল ডিজিসিএ।

এয়ার ইন্ডিয়ার সিইও-কে পাঠানো শোকজ নোটিসে এই ধরনের অনভিপ্রেত ঘটনা কেন ঘটল তা জানতে চাওয়া হয়েছে। আর মুখ্য নিরাপত্তা আধিকারিকের কাছে জানতে চাওয়া হয়েছে এই ঘটনার তদন্তে কেনও দেরি করা হয়েছে ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে কেন এই বিষয়ে জানানো হয়নি। ডিজিসিএ-এর এক আধিকারিক জানান, সিইও ও মুখ্য বিমান নিরাপত্তা আধিকারিক দুজনকেই শোকজ নোটিসের উত্তর দিতে হবে।

গত ২৭ ফেব্রুয়ারি ঘটনাটি ঘটার ২ মাস পরে ভারতের অসামরিক বিমান পরিবহন নিয়ন্ত্রক সংস্থা ডিজিসিএ এয়ার ইন্ডিয়ার ওই বিমানের সমস্ত কর্মীকে বসিয়ে দেওয়ার নির্দেশ দেয়। যতক্ষণ পর্যন্ত না এই ঘটনার বিষয়ে তদন্ত শেষ হচ্ছে ততক্ষণ পাইলট ও বিমান কর্মীদের কাজে যোগ না দেওয়াতে বলে। এবার খোদ সংস্থার সিইও-কেই এই ঘটনার কারণ দর্শাতে বলা হল।

এপ্রসঙ্গে ডিজিসিএ-এর একজন সিনিয়র আধিকারিক সংবাদ সংস্থা পিটিআইকে জানিয়েছেন, একটি অভিযোগ উঠেছে। যেটার তদন্ত করা হচ্ছে এবং স্বাভাবিক ন্যায় বিচারের আদর্শ অনুযায়ী কাজ হবে। অভিযুক্ত পাইলটও তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগের বিরুদ্ধে নিজের বক্তব্য রাখার সুযোগ পাবেন। আরও পড়ুন: Mann Ki Baat 100th Episode: দেশের গণ্ডি ছাড়িয়ে মন কি বাত-এর সেঞ্চুরি পর্বে নস্টালজিক প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, দেশজুড়ে উন্মাদনা, বিরোধীদের কটাক্ষ