Photo Credit: PTI

নতুন দিল্লি, ৩০ এপ্রিল: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Narendra Modi)-র 'মন কি বাত'(Mann Ki Baat) অনুষ্ঠানের শততম পর্ব (100th Episode) নিয়ে গোটা দেশের পাশাপাশি ভারতের বাইরেও উন্মাদনার আবহ তৈরি করল কেন্দ্রীয় সরকার। ১১টি বিদেশী ভাষাতেও সম্প্রচার করা হল মোদীর এই অনুষ্ঠান। আকাশবাণীর ৫০০টিরও বেশি কেন্দ্র থেকে শোনানো হল 'মন কি বাত'। রাষ্ট্রসংঘ বা রাষ্ট্রপুঞ্জের সদর দফতরে সরাসরি সম্প্রচারিত হল মন কি বাত। দেশের প্রতিটি রাজ্যের রাজভবনে রাজ্যপালেরা দূরদর্শন ও রেডিওয়ের মাধ্যমে শোনানো হল এই অনুষ্ঠান। মুম্বইয়ের রাজভবনে মন কি বাত শুনলেন মাধুরী দীক্ষিত, শাহিদ কাপুর, রোহিত শেঠির মত সেলেবরা। কেন্দ্রীয় মন্ত্রীরা সবাই দেশের বিভিন্ন জায়গায় শুনলেন 'মন কি বাত'। দেশের বাইরে ভারতীয় বংশোদ্ভূতরা ভারতীয় দূতাবাসে শুনলেন 'মন কি বাত'। দেশের প্রধানমন্ত্রী হওয়ার পর ২০১৪ সালের ৩ অক্টোবর প্রথমবার 'মন কি বাত' নামের অনুষ্ঠান রেডিওতে করেন নরেন্দ্র মোদী। সেই থেকে গত ৯ বছরে ১০০টা পর্ব হল 'মন কি বাত'-এর।

১০০টি পর্ব ধরে 'মন কি বাত'-এ তিনি দেশবাসীকে কী বলেছেন, কীভাবে তার কথায় দেশে জন বিপ্লব হল সে কথা বলে নস্টালজিক হয়ে উঠলেন মোদী। শততম পর্বে মোদী বললেন, 'স্বচ্ছ ভারত অভিযান' থেকে 'আজাদি কা অমৃত মহোতসব'-এর সফলতার কথা। মোদীর দাবি, 'মন কি বাত' দেশের কোটি কোটি মানুষের প্রকৃত অর্থেই মনের কথা হয়ে উঠেছে।

ক দিন আগে এক সরকারী সংস্থায় বলা হয়েছিল, দেশের ১০০ কোটি মানুষ অন্তত একবার মন কী বাত শুনেছেন। আইআইএম রোহতাকের অধিকর্তা ধীরজ শর্মা জানিয়েছিলেন, প্রধানমন্ত্রীর 'মন কী বাত' অনুষ্ঠান নিয়মিত দেশের ২৩ কোটি মানুষ শোনেন বা দেখেন। প্রতি সপ্তাহে রবিবার সকালে, দেশের নানা বিষয়ে নিজের মত জানান মোদী।

তবে দেশের বিরোধী দলের নেতারা 'মন কি বাত'-এর পিছনে কোটি কোটি টাকা খরচ করা নিয়ে প্রশ্ন তুললেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশের ক্ষমতায় থেকে গত ৯ বছরে একটা সংবাদ সম্মেলনও করেননি। মন কি বাত-এ তিনি শুধুই বক্তা। দেশের কোনও আন্দোলন, বিশেষ করে দিল্লিতে যখন কুস্তিগিররা প্রতিবাদ দেখাচ্ছেন ,তা নিয়েও কিছু বলেন না। বিরোধীদের দাবি, মন কি বাত আসলে মোদীর আত্মপ্রচারের একটা সরকারী যন্ত্র।

মন কি বাত-এর শততম পর্বে কী বললেন প্রধানমন্ত্রী

সেলফি উইথ ডটার্স বা কন্যা সন্তানদের সঙ্গে সেলফি প্রচার করা মন কী বাত-এর পর্বের কথা মনে করালেন প্রধানমন্ত্রী

প্রতিটি পর্বই স্পেশাল ছিল বলে জানালেন মোদী।

মন কি বাত-এর প্রতিটি পর্বই সত্যিই বিশেষ সফর।

ভারতের ২২টি ভাষায়, ১১টি বিদেশী ভাষায় সম্প্রচার করা হল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর 'মন কি বাত'। ফরাসি, চাইনিজ, ইন্দোনেশিয়ান, তিব্বতিয়ান, বার্মিজ, বালুচি, আরবিক, পাস্তু, পার্সিয়ান, দারি এবং শোয়াহিলি ভাষাতেই শোনা যায় এই অনুষ্ঠান।

রাষ্ট্রসংঘের সদর দফতরেও সরসারি সম্প্রচারিত হল মোদীর মন কী বাত।