Devendra Fadnavis, Kunal Kamra (Photo Credits: X)

মুম্বই, ২৪ মার্চঃ কৌতুকের ছলে অপমান, অসম্মান, বদনাম সহ্য করা হবে না। কৌতুকশিল্পী কুণাল কামরার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেওয়া হবে বলে স্পষ্ট জানালেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবীশ (Devendra Fadnavis)। নিজের কমেডি শো'য়ে রাজ্যের উপ-মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডেকে ঘিরে কুণালের করা বিদ্রূপমূলক মন্তব্যের জেরে সোমবার সকাল থেকে উত্তাল মহারাষ্ট্রের রাজ্য-রাজনীতি। সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী জানালেন, কমেডির অর্থ যা খুশি বলা নয়। ক্ষমা চাইতে হবে কুণালকে।

কমেডি শো'য়ে মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং বর্তমান উপ-মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডেকে 'গদ্দার' অর্থাৎ 'বিশ্বাসঘাতক' বলেছেন কুণাল। কমেডিয়ানের সেই মন্তব্য তুলে এদিন সাংবাদিকদের সামনে মুখ্যমন্ত্রী ফড়নবীশ বলেন, 'মহারাষ্ট্রের জনগণ জানেন আসল গদ্দার কে। যারা আসল বিশ্বাসঘাতক জনগণ তাদের ২০২৪-এর বিধানসভা ভোটে বাড়ি পাঠিয়ে দিয়েছে। উপ-মুখ্যমন্ত্রী অপমান করার জন্যে কমেডিকে হাতিয়ার করা হয়েছে। রাজ্যবাসী তা সহ্য করবে না। ক্ষমা চাইতে হবে কুণালকে'।

একনাথ শিন্ডেকে নিয়ে আপত্তিকর মন্তব্য করার জেরে শিবসেনার রোষের মুখে পড়েছেন কমেডিয়ান কুণাল কামরা। তাঁর বিরুদ্ধে দাদের হয়েছে এফআইআর। মুম্বইয়ের খার এলাকায় যে হোটেলে শো করেন কুণাল রবিবার রাতে সেখানে চড়াও হন শিবসেনার যুব গোষ্ঠীর কর্মী-সমর্থকেরা। ভাঙচুর চালানো হয়। বিতর্ক, এফআইআর, হুমকির মাঝে পড়ে নিজের এক্স হ্যান্ডেল থেকে একটি ছবি শেয়ার করেছেন কৌতুকশিল্পী। ছবিতে তাঁর হাতে ধরা হয়েছে সংবিধান। যার ক্যাপশনে কুণাল লিখেছেন, সামনে এগোনোর একমাত্র পথ। সেই ছবির প্রসঙ্গ টেনে ফড়নবীশ (Devendra Fadnavis) বলেন, 'রাহুল গান্ধীর পথ অনুসরণ করে কুণাল লাল সংবিধান হাতে ছবি শেয়ার করেছেন। কিন্তু তাঁরা দুজনেই সংবিধান পড়েননি। সংবিধান আমাদের বাকস্বাধীনতার অনুমতি দেয়, কিন্তু এর কিছু সীমাবদ্ধতাও রয়েছে। কেউ কৌতুকের নামে কাউকে ঘিরে অবমাননাকর বক্তব্য করলে তা কখনই গ্রহণযোগ্য হবে না। কেউ অন্যের স্বাধীনতা এবং আদর্শে হস্তক্ষেপ করতে পারে না। এটিকে বাকস্বাধীনতা হিসাবে মান্যতা দেওয়া যায় না।

একদিকে যেমন শিন্ডের নেতৃত্বাধীন শিবসেনার নেতা-কর্মীরা কুণালের বিরুদ্ধে বিষোদ্গার করে চলেছেন তেমনই বিরোধী হল কংগ্রেস, উদ্ধবসেনা কৌতুকশিল্পীর পাশে দাঁড়িয়েছেন।