এসএল ধর্মেগোয়াদা (Photo Credits: Wikipedia)

কর্ণাটক, ২৯ ডিসেম্বর: বছর শেষে ভয়ঙ্কর দুঃসংবাদ। রেললাইনে গলা দিয়ে আত্মঘাতী হলেন কর্ণাটক বিধানসভার ডেপুটি স্পিকার এসএল ধর্মেগোয়াদা (SL Dharmegowda)। চিক্কামাগালুরুর কাদুর এলাকার কাছে রেললাইনে তাঁর মৃতদেহ পড়ে থাকতে দেখা যায়। কাছ থেকেই উদ্ধার হয়েছে সুইসাইড নোট। এদিকে এই আত্মহননের খবরে রীতিমতো চমকে উটেছেন প্রবীণ জেডিএস নেতা তথা প্রাক্তন প্রধানমন্ত্রী এইচডি দেবেগৌড়া। তিনি বলেন, “রাজ্য বিধানসভার ডেপুটি স্পিকার তথা জেডিএস নেতা এসএল ধর্মেগোয়াদার আত্মহত্যার খবর শুনে চমকে উঠেছি। তিনি অত্যন্ত ধীরস্থির ও সজ্জন ব্যক্তি ছিলেন।” সম্প্রতি বিধানসভার উচ্চকক্ষে কংগ্রেস সদস্যরা বেআইনিভাবে অধিবেশনে সভাপতিত্বের চেষ্টা করছিল। সেই সময় ডেপুটি স্পিকার এসএল ধর্মেগোয়াদার উপরেও হামলা হয়। আরও পড়ুন-Mamata Banerjee: 'দাঙ্গা করে রাজ্যে অশান্তি বাঁধাচ্ছে বিজেপি', বোলপুরে বিস্ফোরক মমতা ব্যানার্জি

জানা গিয়েছে, সেদিন অধিবেষনে কংগ্রেস সদস্যরা অভিযোগ তোলেন যে ডেপুটি স্পিকার এসএল ধর্মেগোয়াদা তলে তলে শাসক বিজেপির সঙ্গে যোগ রেখেছেন। এই অভিযোগেই কংগ্রেস সদস্যদের একজন তাঁকে চেয়ারম্যানের আসন থেকে টেনে নামিয়ে দেয়। অভিযোগ, বিজেপির সঙ্গে সাঁট করে উচ্চকক্ষের চেয়ারম্যান প্রতাপ কুমার শেট্টিকে অসাংবিধানিকভাবে তাঁর চেয়ার থেকে সরিয়ে দেওয়া হয়েছে। যিনি একজন কংগ্রেস নেতা।