নয়াদিল্লি: ধর্মীয় অনুভূতিতে আঘাত পাওয়ার অভিযোগ তুলে ডেপুটি কালেক্টর (Deputy Collector) নিশা বাংরে (Nisha Bangre) তাঁর পদ থেকে ইস্তফা দিলেন। তিনি সাধারণ প্রশাসন বিভাগে পদত্যাগের চিঠি পাঠিয়েছেন। আগামী ২৫ জুন নিশা তাঁর বাড়ি উদ্বোধন অনুষ্ঠানের জন্য ছুটি চেয়েছিলেন, কিন্তু ছুটি না পাওয়ায় তিনি ধর্মীয় অনুভূতিতে আঘাত পান। এর জন্য তিনি অভিযুক্ত করেছেন বিভাগের প্রধান সচিবকে।
নিশা বাংরে বর্তমানে লাভকুশ নগরের এসডিএম হিসেবে কর্মরত। পদত্যাগপত্রে তিনি লিখেছেন, আমি খুবই আহত। বাড়ির উদ্বোধনী অনুষ্ঠান উপলক্ষে বিশ্ব শান্তির দূত তথাগত বুদ্ধের ভস্ম দর্শন করার অনুমতি না দিয়ে, আমার ধর্মীয় অনুভূতিতে আঘাত করা হয়েছে। সেজন্য আমি ২২ জুন আমার ডেপুটি কালেক্টরের পদ থেকে পদত্যাগ করছি। নিশা পদত্যাগপত্রে আরও উল্লেখ করেছেন, নিজের বাড়ির উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত থাকতে না দেওয়া এবং ধর্মীয় অনুভূতি মেনে ধর্মীয় অনুষ্ঠানের অনুমতি না দেওয়ায় তিনি পদত্যাগ করতে বাধ্য হয়েছেন। এর আগেও নিশা প্রশাসনিক চাকরি ছেড়ে রাজনীতিতে যোগ দেওয়ার ইচ্ছা প্রকাশ করেছিলেন বলে সূত্রের খবর।
নিশা বাংরে ২০১০ থেকে ২০১৪ সাল পর্যন্ত বিদিশার ইঞ্জিনিয়ারিং কলেজে পড়াশোনা করেছেন। এরপর আমেরিকার একটি বহুজাতিক কোম্পানিতে চাকরি করেন। তারপর ২০১৬ সালে এমপি পিএসসি পরীক্ষায় ডিএসপি পদে নির্বাচিত হন। ২০১৭ সালে, তিনি এমপি পিএসসিতে ডেপুটি কালেক্টর পদে নির্বাচিত হন। আরও পড়ুন : UP Shocker: স্বামীর সঙ্গে শহরে যেতে চেয়ে বাধা, অভিমানে তিন সন্তানকে নিয়ে কুয়োয় ঝাঁপ দিলেন স্ত্রী