দিল্লি, ১৫ জুলাই: পরপর ১৪বার গর্ভপাত। ১৪বার জোর করে গর্ভপাতের কষ্ট শেষ পর্যন্ত নিতে পারেননি। ১৪বার গর্ভপাতের পর আত্মহত্যা (Suicide) করলেন দিল্লির তরুণী। দক্ষিণ দিল্লির (Delhi) জয়িতপুরের এমন একটি ঘটনায় চাঞ্চল্য ছড়ায়। পুলিশ মৃতের ঘর থেকে একটি সুইসাইট নোট উদ্ধার করে। যেখানে বছর ৩৩-র ওই তরুণী জানান, বিয়ের নাম করে দীর্ঘদিন ধরে তাঁর সহবাসসঙ্গী তাঁকে ব্যবহার করেছেন। শারীরিক সম্পর্কে লিপ্ত হয়েছেন। বারবার শারীরিক সম্পর্কে লিপ্ত হয়ে তিনি ১৪বার গর্ভপাত করিয়েছেন সঙ্গীর কথা মেনে।
শেষ পর্যন্ত ওই মহিলার সঙ্গী তাঁকে বিয়ে করতে রাজি হননি। জীবনের সব রাস্তা বন্ধ হয়ে গিয়েছে। তাই তিনি আত্মহত্যার পথ বেছে নিলেন বলেও নিজের সুইসাইড নোটে লেখেন ওই তরুণী।
পুলিশ (Police) অভিযুক্তকে গ্রেফতার করেছে। একটি সফ্টওয়্যার ফার্মে কর্মরত যুবককে পুলিশ জেরা শুরু করেছে। ওই মহিলার মৃত্যুর পিছনে আর কোনও কারণ রয়েছে কি না, সে বিষয়ে পুলিশ খোঁজ শুরু করেছে।