Murder, Representational Image (Pixabay)

দিল্লি, ১৬ অগাস্ট: প্রেমিকের ১১ বছরের ছেলেকে খুন করল এক তরুণী। বন্ধুর সঙ্গে সম্পর্কে 'বাধা' হয়ে দাড়াচ্ছিল ১১ বছরের  ওই কিশোর। এমনই মনে হতে শুরু করে বছর ২৪-এর তরুণীর। এরপর বন্ধুর ১১ বছরের ছেলেকে খুন করে ওই মহিলা। রিপোর্টে প্রকাশ, পূজা নামের ওই তরুণী প্রেমিকের ১১ বছরের ছেলে ঘুমন্ত অবস্থায় শ্বাসরোধ করে খুন করে। এরপর ওই কিশোরের দেহ একটি বাক্সে ভরে, তা খাটের নীচে লুকিয়ে রাখে। প্রেমিকের ১১ বছরের ছেলেকে খুন করে, দেহ লোপাটের চেষ্টার পর সেখান থেকে পালিয়ে যায় পূজা। দিল্লিতে এমনই একটি ঘটনার জেরে ফের চাঞ্চল্য ছড়ায়।

সূত্রের খবর, দিল্লির (Delhi)  রনহোলা এলাকার বাসিন্দা জিতেন্দ্রর সঙ্গে সম্পর্কে জড়ায় পূজা কুমারি। ১১ বছরের ছেলের জন্যই জিতেন্দ্র তাঁর স্ত্রীর সঙ্গে বিচ্ছেদ নিতে পারছেন না বলে মনে করে পূজা। জিতেন্দ্র যাতে স্ত্রী, সন্তানকে ছেড়ে পূজার কাছে চলে যান, 'বাধা' সরাতে প্রেমিকের ছেলেকে ওই মহিলা খুন করে বলে পুলিশের প্রাথমিক তদন্তে উঠে আসে।

গত রবিবার পুলিশ পূজা কুমারীকে গ্রেফতার করে। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে পূজাকে গ্রেফতার করে পুলিশ। গত ১০ অগাস্ট জিতেন্দ্রর ছেলেকে হাসপাতালে ভর্তি করা হলে, চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে। জিতেন্দ্রর ১১ বছরের ছেলেকে শ্বাসরোধ করে খুন করা হয়েছে বলে জানা যায়। এরপর থেকেই নিখোঁজ পূজার খোঁজ শুরু করে পুলিশ।