প্রবল বৃষ্টিতে ভাসছে দেশের রাজধানী। টানা বৃষ্টিতে বেহাল হয়েছে দিল্লির (Delhi Rain) একাধিক এলাকা। বুধবার সন্ধ্যায় ভারী বৃষ্টির জেরে চাঁদনি চকের সদর বাজারে এক ব্য়ক্তি আটকে পড়েছিলেন বলে সূত্রের খবর। আবহাওয়া দফতর সূত্রের খবর, বিপুল পরিমাণ মেঘ রয়েছে দিল্লির আকাশের উপর। যার ফলে এই টানা বৃষ্টি।চিন্তা বাড়িয়ে আপাতত বৃষ্টি থামার কোনও লক্ষ্মণের কথা জানায়নি আবহাওয়া দফতর। তবে প্রবল বৃষ্টির কারণে একাধিক এলাকায় বিপর্যস্ত হয়েছে ট্রাফিক ব্যবস্থাও। আই টি ও ( ITO) জাংশান, কনট প্লেস, মিন্টো রোড, মোতি বাগের ট্রাফিকের অবস্থা বেশ খারাপ। মিন্টো ব্রিজের নীচের আন্ডারপাস-সহ আরও বেশ কিছু আন্ডারপাস বন্ধ হয়ে গিয়েছে।
দিল্লি ও এন সি আর সংলগ্ন এলাকায় কোথায় কত পরিমাণ বৃষ্টি হয়েছে গত একদিনে তাঁর একটি তথ্য মৌসম ভবনের তরফে জানানো হয়েছে । সেই তথ্য বলছে গতকাল (৩১ জুলাই) সকাল ৮টা ৩০ মিনিট থেকে আজ সকাল ৭.১৫ মিনিট অবধি পূর্ব দিল্লির সালওয়ান স্টেশন ময়ুর বিহারে ১৪৭.৫ মিমি বৃষ্টিপাত ও উত্তরপ্রদেশের গৌতম বুদ্ধ নগরের নয়ডা সেক্টর ৬২ স্টেশন NCMRWF তেও ১৪৭.৫ মিমি এর বৃষ্টিপাত পর্যবেক্ষণ করা হয়েছে। ইতিমধ্যেই বৃষ্টির কারণে দিল্লিমুখী একাধিক বিমান ঘুরিয়ে দেওয়া হয়েছে।
Observed Rainfall over Delhi-NCR from 08:30 Hrs IST of 31-07-2024 to 07:15 Hrs IST of 01-08-2024 pic.twitter.com/5OZTlHUEDQ
—(@Indiametdept) August 1, 2024
প্রবল বৃষ্টির কারণে বৃহস্পতিবার সব স্কুল বন্ধ থাকবে বলে ঘোষণা করেছে দিল্লি প্রশাসন (Delhi School Shutdown)। দিল্লি সরকারের তরফে শিক্ষামন্ত্রী অতীশি মারলেনা বুধবার X হ্যান্ডেলে পোস্ট করে বলেছেন, 'আজ সন্ধ্যায় অতি ভারী বৃষ্টিপাত এবং আগামীকাল ভারী বৃষ্টিপাতের পূর্বাভাসে, আগামীকাল ১লা আগস্ট সকল সরকারি-বেসরকারি স্কুল-কলেজ বন্ধ থাকবে।
In light of very heavy rainfall today evening and forecast of heavy rainfall tomorrow, all schools - government and private - will remain closed tomorrow, 1st August
— Atishi (@AtishiAAP) July 31, 2024
দিল্লির সব আধিকারিকদের সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন দিল্লির লেফটেন্যান্ট গভর্নর ভিকে সাক্সেনা।কদিন আগেই বৃষ্টির জেরে বেসমেন্ট জলে ভেসে গিয়ে রাজিন্দর নগরে একটি কোচিং সেন্টারে মারা গিয়েছিলেন ৩ জন। সেক্ষেত্রে যে যে এলাকায় জল জমে, বিশেষ করে যে এলাকাগুলিতে কোচিং সেন্টার রয়েছে- সেদিকে লক্ষ্য রাখার কথাও তাঁর টুইট বার্তায় জানিয়েছেন তিনি।
Have cautioned all officers to remain alert in light of the ongoing heavy downpour in Delhi. Apart from ensuring minimum inconvenience to people in general, they are advised to specifically address issues at sites prone to waterlogging, including coaching centres.
— LG Delhi (@LtGovDelhi) July 31, 2024