নতুন দিল্লি, ২২ মার্চ: দিল্লির (Delhi) দূষণ (Pollution) আরও একটা বছর দুনিয়ার দূষণের কাঁটার সিংহাসনে বসাল। বাংলাদেশের ঢাকা, ছাদ দেশের এনদেমা, তাজিকিস্তানের দুশানাবে-র মত শহরকে দূষণে টেক্কা দিয়ে দিল্লির মুখ ঢাকা দূষণ আরও একবার মাথাহেঁটে হল। পরপরদু বছর দিল্লির বাতাস বিশ্বের মধ্যে সবচেয়ে দূষিত হিসেবে ঘোষিত হল। ২০২১ সালে দিল্লির দূষণ তার আগের বারের চেয়ে ১৪.৬ শতাংশ বেড়েছে। দিল্লিকে এখন বর্ণনা করা হয় 'গ্যাস চেম্বার' বলে।
দেশের রাজধানী শহরে গাড়ির ব্যবহার বাড়া, পাশের রাজ্যে ফসলের গোড়া বা ক্ষেত পরিষ্কার করতে তা(খড়) পোড়ানার রীতির মত বিষয়ের কারণেই দিল্লিতে বায়ুদূষণ বেড়েই চলেছে। প্রশাসন বেশ কিছু ব্যবস্থা নেওযার কথা বললেও আদপে তা কমার বদলে বেড়েই চলেছে। আরও পড়ুন: চিনা বিমান ভাঙার পর ১৮ ঘণ্টার পার, জীবিত নেই ১৩২ জন যাত্রীর কেউ
দেখুন টুইট
Pollution & smog have serious repercussions on quality of life & need to be dealt on a global level. New Delhi still being the world's most polluted capital city, as also our other cities, demands stringent corrective measures towards cutting down health hazards. https://t.co/hSn3JaS07p
— Vijayasai Reddy V (@VSReddy_MP) March 22, 2022
গত বছর নভেম্বরে দিল্লিতে দূষণে এত ভয়াবহ জায়গায় গিয়েছিল যে সেখানে স্কুল-কলেজ বন্ধ রাখতে হয়, অফিসে বাধ্যতামূলক ঘর থেকে কাজের নির্দেশিকা জারি করতে হয়। গত বছর দিওয়ালি শেষ হতেই পাঁচ বছরের সমস্ত রেকর্ড ভেঙে দিয়েছিল দিল্লির বায়ু দূষণ!