Delhi Blast: দিল্লির লালকেল্লা মেট্রো স্টেশনের কাছে হওয়া ভয়াবহ বিস্ফোরণ ঘিরে উঠে এল নয়া তথ্য। নিরাপত্তা সংস্থা ও কেন্দ্রীয় গোয়েন্দাদের প্রাথমিক তদন্তে জানা যাচ্ছে, দিল্লি-এনসিআর ও জম্মু-কাশ্মীরের পুলওয়ামায় একাধিক স্থানে নিরাপত্তা বাহিনীর অভিযান ও তল্লাশি চালানোর পর চাপে পড়ে আতঙ্কিত হয়ে আগেভাগেই বিস্ফোরণ ঘটায় অভিযুক্ত। সূত্রের দাবি, গত রবি ও সোমবার হরিয়ানার ফরিদাবাদে চালানো অভিযানে প্রায় ৩ হাজার কেজি বিস্ফোরক, সঙ্গে ডিটোনেটর, টাইমার এবং অন্যান্য বোমা তৈরির উপকরণ উদ্ধার হয়। এই বিশাল পরিমাণ বিপজ্জনক সামগ্রী বাজেয়াপ্ত হওয়ার পর থেকেই সন্দেহভাজন জঙ্গি ও তার সহযোগীরা বড় চাপে পড়ে।
'আতঙ্ক ও তাড়াহুড়োর ফল'
তদন্তকারীদের মতে, লাল কেল্লার কাছে বিস্ফোরণটা আসল 'আতঙ্ক ও তাড়াহুড়োর ফল', সম্পূর্ণ পরিকল্পিত বা প্রস্তুতির মাধ্যমে করা হয়নি। বোমাটি ব্যবহারের সময়ও পরিকল্পনা ছিল না। এমনটাই প্রাথমিক অনুমান তদন্তকারীদের। বোমাটি অপূর্ণাঙ্গ অবস্থায় ফেটে যায়। ফলে ক্ষয়ক্ষতি তুলনামূলকভাবে সীমিত থাকে। বিস্ফোরণের স্থানে কোনো গর্ত বা শার্পনেলও পাওয়া যায়নি। নিরাপত্তা সংস্থা সূত্রে আরও জানানো হয়েছে, দিল্লি-এনসিআর জুড়ে ও পুলওয়ামায় এখনও একাধিক তল্লাশি অভিযান চলছে। এবং কয়েকজন সন্দেহভাজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
দেখুন খবরটি
Top sources to ANI on the Red Fort blast after initial findings:
- Raids by security agencies across multiple locations in Delhi-NCR and Pulwama, recovering significant quantities of explosives, are believed to have led the suspect to act hastily under mounting pressure.
— ANI (@ANI) November 11, 2025
এখনও পর্যন্ত দিল্লি বিস্ফোরণের প্রাথমিক তদন্ত নিয়ে যা জানা যাচ্ছে-
ক) দিল্লি, এনসিআর ও পুলওয়ামায় একযোগে অভিযান
খ) ফরিদাবাদ থেকে উদ্ধার ৩,০০০ কেজি বিস্ফোরক ও বোমা তৈরির সামগ্রী
গ) চাপে পড়ে আগেভাগে বিস্ফোরণ ঘটায় অভিযুক্ত
ঘ) বোমা সম্পূর্ণ না হওয়ায় ক্ষয়ক্ষতি কম
ঙ) সমন্বিত অভিযানে বড়সড় হামলা ঠেকানো গেল