সাংসদ আর সুধার গলার হার ছিনতাই মামলার কিনারা করলো দিল্লি পুলিশ। বুধবার দিল্লি পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, সাংসদ আর সুধার গলার হার ছিনতাইয়ের মামলার সমাধান হয়েছে। অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে এবং গলার হারটি উদ্ধার করা হয়েছে। দিল্লির জয়েন্ট সিপি দীপক পুরোহিত (Deepak Purohit, Joint CP New Delhi) বলেন, মামলাটি কিনারার জন্য একাধিক পুলিশের দল মোতায়েন করা হয়েছিল এবং আমরা প্রযুক্তিগত সাহায্য এবং গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এই মামলাটির সমাধান করেছি। অভিযুক্তকে দক্ষিণ দিল্লি জেলা থেকে গ্রেফতার করা হয়েছে এবং তার বিরুদ্ধে ২৬টি মামলা দায়ের করা হয়েছে।
#WATCH | Delhi | Deepak Purohit, Joint CP New Delhi says, "Many teams were deployed to solve the case and we have solved this case by technical and human intelligence. The accused has been arrested from the South Delhi district and 26 cases are lodged against him" https://t.co/Ssm0VJhamQ pic.twitter.com/TFJIYL1eDu
— ANI (@ANI) August 6, 2025
উল্লেখ্য, খোদ সাংসদের গলা থেকে সোনার হার ছিনিয়ে নিয়ে পালিয়ে যায় ছিনতাইকারী। দিনকয়েক আগে প্রাতর্ভ্রমণে বেরিয়ে ভয়াবহ অভিজ্ঞতা হয় তামিলনাড়ুর কংগ্রেস সাংসদ আর সুধার। এ নিয়ে তিনি কে চিঠি দিয়েছিলেন। রাজধানীর বুকে নারী নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছেন ওই জনপ্রতিনিধি। অবশেষে দিল্লি পুলিশ গলার হার ছিনতাই মামলার সমাধান করলো।