Representational Image (Photo Credits: Pixabay)

নয়াদিল্লিঃ দেশ থেকে ফের জঙ্গি (Terrorist) সন্দেহে গ্রেফতার পাঁচ। রাজধানী-সহ দেশের বিভিন্ন জায়গায় তল্লাশি চালিয়ে গ্রেফতার (Arrest) করা হয় সন্দেহভাজন পাঁচজনকে। দেশে বড়সড় নাশকতার ছক কষছিল ধৃতরা এমনটাই আশঙ্কা গোয়েন্দাদের। ধৃতদের থেকে উদ্ধার আইডি বিস্ফোরক। শুরু তদন্ত। গোপন সূত্রে খবর পেয়ে দিল্লি-সহ দেশের বিভিন্ন জায়গায় তল্লাশি অভিযান চালানো হয়। এলাকায় এলাকায় চলে অভিযান। এরপরই পুলিশের হাতে আসে এই পাঁচজন। আইডি বিস্ফোরক-সহ আটক করা হয় তাদের। ইতিমধ্যেই অভিযুক্ত পাঁচজনকে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ। কোন গোষ্ঠীর সঙ্গে যুক্ত তারা? কী মতলবে দেশের ভিতরে প্রবেশ? একাধিক প্রশ্নের উত্তর খুঁজছেন গোয়েন্দারা। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান দেশে কোনও নাশকতার ছক কষছিল ধৃতরা।

দেশ থেকে গ্রেফতাঁর ৫ সন্দেহভাজন জঙ্গি

এই ঘটনায় নাম প্রকাশে অনিচ্ছুক এক পুলিশ কর্মী বলেন, "জঙ্গিদের নেটওয়ার্ক ভাঙা হয়েছে। বড়সড় নাশকতার ছক ভেসতে দেওটা গিয়েছে, এটা পুলিশের একটা বড় সাফল্য।" উল্লেখ্য, গতকাল অর্থাৎ বুধবারই ঝাড়খণ্ড থেকে আটক করা হয় এক সন্দেহভাজনকে। ঝাড়খণ্ড এটিএস ( এবং রাঁচি পুলিশের যৌথ অভিযানে ধরা পড়ে  আশার দানিশ নামে এক যুবক। আইএসআইএস জঙ্গিদের সঙ্গে যোগাযোগের সন্দেহে তাঁকে গ্রেফতার করেছে পুলিশ।

 দেশে ফের নাশকতার ছক? আইডি বিস্ফোরক-সহ গ্রেফতার ৫ সন্দেহভাজন জঙ্গি