নয়া দিল্লি, ১০ মে: গত ২১ মার্চ আবগারি তদন্তে ইডি-র হাতে গ্রেফতারির প্রায় ৪০ দিন পর অন্তবর্তীকালীন জামিন পেলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল (Arvind Kejrwal)। নির্বাচনের কথা মাথায় রেখে কেজরিওয়ালকে অন্তবর্তীকালীন জামিন দিল সুপ্রিম কোর্ট। ইডি-র তীব্র বিরোধিতা উড়িয়ে কেজরিকে জামিন দেয় দেশের শীর্ষ আদালত। দলের সুপ্রিমো-র অন্তর্বতীকালীন জামিনের পরই অতশি থেকে সঞ্জয় সিং, সঞ্জয় ভরদ্বাজের মত শীর্ষ আপ নেতৃত্ব সাংবাদিক সম্মেলন করে। আপ নেতারা দাবি করেন, কেজরিওয়ালের জামিন আসলে সত্যের জয়।
কেজরির স্ত্রী সুনীতা কেজওয়ালি বলেন, এটা গণতন্ত্রে জয়। জামিন দেওয়ার সময় সুপ্রিম কোর্ট সাফ জানায়, কেজরিওয়ালের ওপর কোনও ফৌজদারি মামলা নেই, তিনি সমাজের পক্ষে কোনওভাবেই হুমকি নন। আরও পড়ুন-দুর্নীতিমুক্ত করতে এসে দুর্নীতির পাঁকে পড়ে গিয়েছে কেজরিওয়াল, মন্তব্য রাজস্থানের মুখ্যমন্ত্রীর
দেখুন খবরটি
#WATCH | Delhi Minister and AAP leader Atishi says, "It is not just Arvind Kejriwal who has got interim bail but by Supreme Court's this decision truth has triumphed, this is a win of the Democracy & Constitution...The SC has played a major role in protecting Democracy..." pic.twitter.com/8DCtsy48ry
— ANI (@ANI) May 10, 2024
কেজরির জামিন নিয়ে আপ জানায়, "কেজরিওয়ালকে জামিন দিয়ে সত্যের জয়ের ফয়সালা দিয়েছে দেশের সুপ্রিম কোর্ট। এই জয় গণতন্ত্রের, দেশের সংবিধানের। দেশের সংবিধান রক্ষা করতে সুপ্রিম কোর্ট আসল ভূমিকা নিচ্ছে।"