নয়া দিল্লি, ৬ জুলাই: রাজধানী শহরের এক বহুতলে ভয়াবহ আগুন। গতকাল, রাত ২টো নাগাদ দিল্লির জাকির নগরের পাঁচতলা আবাসনে ভয়াবহ বহুতলে আগুন লাগে। গ্রাউন্ড ফ্লোরের মিটার বক্সের ঘর থেকে খুব দ্রুত ওই আগুন বহুতলে ছড়িয়ে পড়ে। এদিকে যখন পুরো বহুতলে আগুন লেগেছে, তখন আবাসনের বেশিরভাই বাসিন্দাই গভীর রাতে ঘুমোচ্ছিলেন।
আগুন, আগুন চিৎকারে আতঙ্কে ঘুম থেকে উঠেই ছুটতে শুরু করেন বাসিন্দারা। আগুন থেকে বাঁচতে অনেকেই বহুতল থেকে নিচে ঝাঁপ দেন। ঘণ্টাখানেকের চেষ্টায় যখন আগুন নিয়ন্ত্রণে আসে ততক্ষণে ৬ জনের মৃত্যুর খবর পাওয়া যায়। মৃতদের মধ্যে আছে দুই শিশু। ঘুমন্ত অবস্থাতেই অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু হয় ওই দুই শিশুর। আরও পড়ুন-কলকাতায় নিম্নচাপের বৃষ্টি, দিঘায় সতর্কবার্তা
Delhi Fire Service: 5 people dead & 11 injured in a fire that broke out in a multi-storey building in Zakir Nagar, late last night. pic.twitter.com/9ERr91u80i
— ANI (@ANI) August 6, 2019
ভয়াবহ এই অগ্নিকাণ্ডে আবাসনের পার্কিংলটে রাখা ১৫টি গাড়ি সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গিয়েছে। প্রাথমিক ভাবে দমকল কর্মীদের অনুমান, আবাসনের মিটার ঘরে শর্ট সার্কিট থেকেই বহুতলে আগুন লাগে। ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত চলছে।