Congress 21 candidates List (Photo Credit: X@airnewsalerts)

বৃহস্পতিবার কংগ্রেসের তরফে আগামী বছরের শুরুতে  দিল্লি বিধানসভা নির্বাচনের জন্য ২১ জন প্রার্থীর প্রথম তালিকা প্রকাশ করা হয়েছে। যেখানে বাদলি থেকে সিটি ইউনিটের প্রধান দেবেন্দর যাদব এবং নতুন দিল্লি থেকে প্রাক্তন সাংসদ সন্দীপ দীক্ষিতকে টিকিট দেওয়া হয়েছে। এই মুহুর্তে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল নতুন দিল্লির বর্তমান বিধায়ক। এর আগে নিউ দিল্লি আসনটির নাম ছিল গোল মার্কেট। যেখান থেকে সন্দীপের মা দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী শীলা দীক্ষিত পরপর তিনবার জেতেন। ১৯৯৮ ও ২০০৩ সালে ২ বার জয়ের পর ২০০৮ সালে নিউ দিল্লি নাম হবার পর ফের জেতেন তিনি। ২০১৩ থেকে ওই আসন দখল করে নেন অরবিন্দ কেজরিওয়াল।পূর্ব দিল্লি লোকসভা আসন থেকে ২ বার সাংসদ নির্বাচিত হয়েছেন সন্দীপ। এবার তাই মায়ের পুরানো আসন উদ্ধার করাই তার একমাত্র লক্ষ্য।

কংগ্রেসের তরফে বালিমারন থেকে দিল্লির প্রাক্তন মন্ত্রী হারুন ইউসুফ, পাটপারগঞ্জ থেকে প্রাক্তন দিল্লি কংগ্রেস প্রধান চৌধুরী অনিল কুমার, ওয়াজিরপুর থেকে জাতীয় মুখপাত্র রাগিনী নায়ক এবং দ্বারকা থেকে আদর্শ শাস্ত্রীকে প্রার্থী করা হয়েছে। অন্যান্য প্রার্থীদের মধ্যে আলি মাহেন্দি মুস্তাফাবাদ থেকে, আবদুল রেহমান সিলামপুর থেকে, রোহিত চৌধুরী নাংলোই জাট থেকে এবং শালিমার বাগ থেকে প্রবীণ জৈন লড়বেন।

বৃহস্পতিবার কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গের পৌরহিত্যে কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব বিধানসভা নির্বাচনের জন্য ২১ প্রার্থীর নাম চূড়ান্ত করার পরেই তালিকাটি প্রকাশ করা হয়।বৈঠকে ছিলেন রাহুল গান্ধী-সহ কেন্দ্রীয় নির্বাচনী কমিটির সদস্য অম্বিকা সোনি, সলমন খুরশিদ, টিএস সিং দেও, মধুসূদন মিস্ত্রি-সহ অন্যান্যরা। বৈঠক থেকে কেন্দ্রের পাশাপাশি ইন্ডিয়া জোটের শরিক আপকেও নিশানা করতে ছাড়ল না কংগ্রেস। আপ ও কেন্দ্রের বিজেপির মধ্যে দায় ঠেলাঠেলির জেরে দিল্লির মানুষ উন্নয়ন থেকে বঞ্চিত থেকেছেন বলে দাবি কংগ্রেসের।

Congress Party has released its first list of 21 candidates for the upcoming #DelhiLegislativeAssemblyElections. pic.twitter.com/AqDpJirOyV